ভোলার চরফ্যাশনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে কমিউনিটি ক্লিনিকের (সিসি) কমিউনিটি গ্রুপ (সিজি) সদস্যদের নিয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) আয়োজিত এ কর্মশালায় অংশ নেন এওয়াজপুর ও হাজারিগঞ্জ ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শোভন কুমার বসাক। বিশেষ অতিথি ছিলেন মেডিকেল অফিসার আশরাফুল ইসলাম এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শেখ মোহাম্মদ হিজবুল্লাহ। সভায় সভাপতিত্ব করেন ব্যবস্থাপক (কর্মসূচি) মোঃ আলাউদ্দিন আহমেদ।
স্বাগত বক্তব্য রাখেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর উপ-পরিচালক মোঃ আবুবকর। অনুষ্ঠান সঞ্চালনা করেন টেকনিক্যাল অফিসার মোঃ মাসুম বিল্লাহ। এছাড়া প্রোগ্রাম অফিসার শাকিল আহমেদ, শাখা ইনচার্জ মোঃ ইলিয়াসসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জিজেইউএস-এর আয়োজনে এবং পিকেএসএফ-এর পিপিইপিইইউ প্রকল্পের আওতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশনের মূল উদ্দেশ্য ছিল কমিউনিটি ক্লিনিককে আরও কার্যকর করার পাশাপাশি সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে কমিউনিটি গ্রুপ সদস্যদের দায়িত্ব, ভূমিকা ও করণীয় বিষয়ে সুস্পষ্ট ধারণা প্রদান।
বক্তারা বলেন, সরকারের প্রচেষ্টার পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয়। কমিউনিটি গ্রুপগুলোকে আরও সচেতন ও দায়িত্বশীল করে তোলা গেলে প্রান্তিক জনগণ সহজেই মানসম্মত স্বাস্থ্যসেবা পাবে।
দিনব্যাপী এ কর্মশালায় কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা, নারী ও শিশুর স্বাস্থ্য, সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।