মার্কিন যুক্তরাষ্ট্রের কড়া শুল্ক আরোপের প্রভাবে দুই দিন ধরে পতনের পর শুক্রবার ভারতের শেয়ার বাজার আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। তবে বাণিজ্য ও বিনিয়োগের ওপর এর প্রভাব নিয়ে বাজারে সতর্কতা বিরাজ করছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, সকাল ১০:০১ আইএসটি পর্যন্ত নিফটি ৫০ সূচক ০.০৫ শতাংশ কমে ২৪,৪৮৮.১ এবং বিএসই সেনসেক্স ০.০২ শতাংশ কমে ৮০,০৬৭.৮১ পয়েন্টে ছিল। গত দুই কার্যদিবসে উভয় সূচকই প্রায় ২ শতাংশ কমেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতীয় পণ্যের ওপর কড়া শুল্ক আরোপের প্রতিক্রিয়ায়।
তবে শুক্রবার ভোক্তা পণ্য ও পরিষেবা খাতের শেয়ারগুলোর ব্যাপক ক্রয়াদেশের ফলে বাজারে অল্প পুনরুদ্ধার দেখা যায়। বিশ্লেষকদের মতে, বাজারের আতঙ্ক কিছুটা কমলেও মার্কিন শুল্কের দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা রয়ে গেছে। এটি ভারতের রপ্তানি ও বৈদেশিক বিনিয়োগের ওপর চাপ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।