1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
৭৭তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস উপলক্ষে পটুয়াখালীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দশমিনায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু নেক্সপেরিয়া জানায় চীনে কার্যক্রম স্বাভাবিক, নেদারল্যান্ডসের সঙ্গে উত্তেজনার মধ্যেও কর্মীদের বেতন-ভাতা ঠিক আছে এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং দক্ষিণ কোরিয়ায় এপেক সিইও সম্মেলনে অংশ নেবেন চীনের অভিযোগ: যুক্তরাষ্ট্র জাতীয় সময়কেন্দ্রে সাইবার অনুপ্রবেশ করেছে  বলিভিয়ায় রানঅফ ভোট: সমাজতন্ত্র থেকে সরে বাজারমুখী রাজনীতির দিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠতার ইঙ্গিত দোহায় শান্তি আলোচনার পর পাকিস্তান–আফগানিস্তানের তাৎক্ষণিক যুদ্ধবিরতি ঘোষণা ভোলার ভেলুমিয়ায় যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের শেরপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শ্রীমঙ্গলে “বই পড়া উৎসব” এর উদ্বোধন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ২১ হাজারের অধিক শিক্ষার্থীদের নিয়ে “বই পড়া প্রতিযোগিতা”র প্রথম পর্যায় মুকুল এর মূল্যায়নী পরীক্ষা উদ্বোধন করা হয়েছে।

সোমবার ২৫শে আগস্ট শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্বোধন করেন প্রতিযোগিতার মূল শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও শ্রীমঙ্গল পৌর প্রশাসক মো: ইসলাম উদ্দিন।

পুরো প্রতিযোগিতা মুকুল, ফুল ও ফল এই তিন ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ ছিল মুকুল এর মুল্যায়নী পরীক্ষা।

পাঠ্য বইয়ের বাইরে ৬৪ টি গল্প, উপন্যাস ও প্রবন্ধ বই পড়ে ২০ নাম্বার এর মূল্যয়নী পরীক্ষায় অংশ নেয় পুরো উপজেলার কলেজ, হাই স্কুল, মাদ্রাসা মিলিয়ে ৩৬ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী। বই পড়া প্রতিযোগিতার সমন্বয় সহযোগী হিসেবে যুক্ত আছে শ্রীমঙ্গল আবৃত্তি উৎসব ও পাঠ সহযোগী হিসেবে যুক্ত আছে উত্তরণ। ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ২১ হাজার এর অধিক সকল শিক্ষার্থী গত ১১ই আগস্ট থেকে শ্রেনি ভিত্তিক নির্ধারিত পাঠ্যক্রম এর বাইরে ৬৪ টি আলাদা আলাদা গল্প, উপন্যাস, প্রবন্ধ বই পড়েছে। সেই বইগুলো পড়ে তারা কি অনুধাবন করলো তার উপর ২৫শে আগস্ট প্রতিটিতে ২ নাম্বার করে ৫ টির অনধিক ১০ শব্দে উত্তর দেয়ার জন্য সংক্ষিপ্ত প্রশ্ন এবং ১০ নাম্বার এর ১ টি সম্প্রসারণমুলক প্রশ্নের উত্তরসহ মোট ২০ নাম্বার এর পরীক্ষায় অংশগ্রহণ করে।

উপজেলা প্রশাসন এর সমন্বয় সহযোগীদের কেন্দ্রীয়ভাবে প্রস্তুত ও সরবরাহকৃত বইওয়ারী আলাদা প্রশ্নের পরীক্ষায় সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

প্রথম ধাপ(মুকুল) এর পরীক্ষায় প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যেক শ্রেনি থেকে ৫ জন সেরাকে বেছে নেয়া হবে। তারা প্রতিযোগিতার দ্বিতীয় ধাপ (ফুল) এ “ক” বিভাগ (৬ষ্ঠ-৮ম), খ বিভাগ (৯ম-১০ম), “গ” বিভাগ(১১শ-১২শ) এ বিন্যস্ত হয়ে অংশ নিবে। ২য় ধাপে উন্মুক্ত লটারির মাধ্যমে আয়োজকদের সরবরাহ করা ১০ টি বই এর তালিকার মধ্যে লটারি করে সকল নির্বাচিত অংশগ্রহণকারীর নিজের নিজের বই নির্বাচন করে দেয়া হবে। নির্দিষ্ট সময়কালে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে আলাদা আলাদাভাবে আয়োজক উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে মৌখিক পরীক্ষার মাধ্যমে এই শিক্ষার্থীরা বই পড়ে কি শিখলো, জানলো সেটা যাচাই করা হবে। প্রত্যেক প্রতিষ্ঠানের প্রত্যেক শ্রেণি থেকে অন্তত একজন করে প্রতি বিভাগে ৫ জনকে রাখা হবে উপজেলা পর্যায়ের চুড়ান্ত বাছাইয়ে অংশ নেয়ার জন্য।

চুড়ান্ত ধাপ (ফল)

এই ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে মূল ধাপ থেকে নির্বাচিত হয়ে আসা সকলের চুড়ান্ত ধাপের বই নির্বাচনের জন্য একটা উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হবে। সেই লটারি অনুযায়ী শিক্ষার্থীদের নিজেদের জন্য নির্বাচন হওয়া বই পড়ে শিক্ষার্থীরা কি জানলো তা নিয়ে লিখিত ও মৌখিক আকারে উপজেলা পর্যায়ে সকল বিভাগের চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

পরবর্তীতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী প্রতি বিভাগের প্রথম ১০ জনকে বেছে নেয়া হবে।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন আয়োজিত বই পড়া প্রতিযোগিতা ২০২৫ এর সমন্বয় সহযোগী হিসেবে শ্রীমঙ্গল আবৃত্তি উৎসব যুক্ত আছে।

বই প্রত্যেককে নিজ উদ্যোগে সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের লাইব্রেরির সহায়তা নেয়ার জন্য বলা হয়েছে। এছাড়া ও কলেজ রোড, শ্রীমঙ্গল এ অবস্থিত উত্তরণের কার্যক্রমে পাঠ সহযোগী হিসেবে যুক্ত থাকবে। সেখানে বিনামূল্যে বই পড়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট