চীনের জিয়াংসি প্রদেশে অবস্থিত জিয়ানশিয়াও লিথিয়াম খনিতে কমপক্ষে তিন মাসের জন্য উৎপাদন বন্ধ করেছে কনটেম্পোরারি অ্যাম্পেরেক্স টেকনোলজি (CATL)।
ব্লুমবার্গ নিউজের খবরে বলা হয়েছে, CATL শুধু খনিই নয়, বরং পার্শ্ববর্তী ইয়িচুন শহরের সংশ্লিষ্ট লিথিয়াম শোধনাগারগুলোর কার্যক্রমও স্থগিত করেছে।
তবে CATL এখনো এই সিদ্ধান্তের কারণ বা বিস্তারিত নিয়ে কোনো মন্তব্য করেনি।
CATL বিশ্বের অন্যতম শীর্ষ বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি প্রস্তুতকারক এবং লিথিয়াম তাদের প্রধান কাঁচামালের একটি। ফলে এই উৎপাদন বন্ধ আন্তর্জাতিক ব্যাটারি সরবরাহ শৃঙ্খলে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।