মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মইশাজুরী এলাকার আব্দুল্লাহ আল মাহদী নামের এক আড়াই বছরের শিশু পুকুরের পানিতে পড়ে মৃ‘ত্যু হয়েছে। মাহদী মইশাজুড়ী এলাকার বাসিন্দা হেলাল আহমেদের ছেলে।
বুধবার বিকেল বেলা খেলতে বের হলে এরপর থেকে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলও না, পরে তাদের পাশ্ববর্তী একটি পুকুরে মাহিদীর দাদি মাহদীকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান। পরবর্তীতে তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষা শেষে বিকেল পৌনে ছয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার উপ-পুলিশ পরিদর্শক ফরহাদ মাতব্বর।