1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
জাপানে ‘মাঙ্গা-ভিত্তিক প্রলয়’ গুজব: হংকং থেকে পর্যটক হ্রাস, বাতিল হচ্ছে ফ্লাইট ইথিওপিয়ার সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি করল বিশ্বব্যাংক  হোয়াইট হাউজে UFC! যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকীতে ট্রাম্পের চমক চীনে অ্যাপলসহ বিদেশি মোবাইল ফোন ব্র্যান্ডের বিক্রি মে মাসে কমেছে ৯.৭%  যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রক্ষা ও বাণিজ্য ঐকমত্য টিকিয়ে রাখতে কৌশলী চীন যুক্তরাষ্ট্রে চীনের স্বল্পমূল্যের পণ্যের করছাড় বাতিল: আকাশপথে রপ্তানি হঠাৎ কমে গেল মার্কিন বিল ও শুল্ক নীতির প্রেক্ষাপটে শক্তিশালী হচ্ছে দক্ষিণ আফ্রিকার র্যান্ড গৌরনদীতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু মৌলভীবাজার সীমান্তে শিশুসহ ৭১ জনকে ফেরত

মৌলভীবাজার সীমান্তে শিশুসহ ৭১ জনকে ফেরত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের দুটি সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭১ জনকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বৃহস্পতিবার(৩রা জুলাই) ভোরে বড়লেখা উপজেলার পাল্লাথল ও শ্রীমঙ্গল উপজেলার জাম্বুরাছড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি সদস্যরা ওই ৭১ জনকে আটক করেছেন। এ বিষয়ে বিজিবির ৫২ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক চৌধুরী বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে বড়লেখার পাল্লাথল বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় পাহাড়ি অঞ্চলে কিছু লোকজনকে ঘোরাঘুরি করতে দেখে।পরে তাঁদের আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ১৮ শিশু, ১৫ নারী ও ১৫ জন পুরুষ।

আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জাননিয়েছেন, তাঁদের বাড়ি যশোর, বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায়। জীবিকার তাগিদে এবং চিকিৎসার জন্য তাঁরা কুড়িগ্রাম ও যশোর সীমান্ত দিয়ে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে ভারতের হরিয়ানা, দিল্লি ও অন্যান্য এলাকায় বসবাস করছিলেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাঁদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে বিএসএফ তাঁদের বাংলাদেশে ফেরত দেয়।

এ ছাড়া মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের জাম্বুরাছড়া সীমান্ত এলাকা দিয়ে ভোরে আরও ২৩ জনকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে বিএসএফ। বিজিবির একটি সূত্র জানায়, তাঁদের মধ্যে ৯ শিশু, ৯ নারী ও ৫ পুরুষ রয়েছেন। বিজিবি তাঁদের আটক করে শ্রীমঙ্গলের কাকমারা বিওপিতে নিয়ে যায়। তবে তাঁদের পরিচয় সনাক্ত করা যায়নি এখনো।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘ভোরে বিজিবি থেকে বিষয়টি আমাকে জানানো হয়েছে। তবে আমাদের কাছে এখনো ওই ২৩ জনকে হস্তান্তর করা হয়নি। হস্তান্তরের পর তাঁদের নাম-ঠিকানা জানা যাবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট