বাংলার মানচিত্রে কাল নেমেছে সেদিন,,ওরে বুবু, যেদিন বাংলার নবাব হার মেনেছে, বরন করিয়াছিলেন লজ্জিত এক মৃত্যু।
সেদিন হতে আজ অব্দি, মোর বাংলার আইনের চোখে পড়ানো হয়েছে কালো পট্টি, শতো, শতো বছর পারিদিলুম দিলাম কতো প্রাণ, ভারত আসিলো, পাকিস্তান আসিলো, ছিনিয়ে নিলো ধন সম্পদ, ছিনিয়ে নিলো কোটি কোটি প্রাণ।
নবাব গেলো,শেখ মুজিব গেলো,মেজর জিয়া গেলো, দেলোয়ার হোসেন সাইদির মতে কতো আরো গেলো মোর একক রবের প্রিয় ব্যাক্তির প্রাণ।তবু পারলুমনে শতো শতো বছরের কলংকের কালো কাপড় খুলিতে হায়।
যাহা পারেনি মোর প্রিয় নেতা মাওলানা ভাসানী, মোর রবের ইচ্ছায়, জেনারেল এরশাদ সাহেব, করিলেন তাহা সাধন, দান করিলেন রব মুসলিম রাষ্ট্রের সম্মান,নবাবের সাথে গেলো
আরো কোটি কোটি নিষ্পাপ জান। আর কতো? এবার নিবো আদায় করিয়া মোর আসল সম্মান। সপ্ন দেখো মদিনা সনদ বাস্তবায়নের ভিত্তি তে থাকিবে হাজির মোর জান।