1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০১:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় দারিদ্র বিমোচন ও বিদ্যমান বৈষম্য লাঘব প্রকল্প পরিচিতি সভা মাধবপুরে নিখোঁজ গৃহবধূর লাশ উদ্ধারের পাঁচ দিন পর স্বামী গ্রেফতার বাউফলের বগা ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ইজারা বাতিল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও স্বারকলিপি প্রদান বাউফলের ধুলিয়া লঞ্চঘাটে টিকিট সিন্ডিকেট: দ্বিগুণ মূল্যে টিকিট বিক্রির অভিযোগ চীনের শীর্ষ নেতারা অর্থনীতির সমর্থন ও মূল শিল্পে ‘অনিয়ন্ত্রিত প্রতিযোগিতা’ দমনের প্রতিশ্রুতি দিয়েছেন তেলের দাম কমেছে: ট্রাম্পের আল্টিমেটামের পর সরবরাহ ঝুঁকি নিয়ে বাজারের পর্যবেক্ষণ ইসরায়েলি মানবাধিকার সংগঠনগুলো গাজায় গণহত্যার অভিযোগে জাতীয় নিষেধাজ্ঞা ভঙ্গ করেছে জার্মান ক্যাবিনেট ২০২৬ সালের বাজেট অনুমোদন করেছে বৈশ্বিক শেয়ার বাজারে মিশ্র প্রতিক্রিয়া: ফেডের সিদ্ধান্ত ও মার্কিন শুল্কের সময়সীমার অপেক্ষায় বিনিয়োগকারীরা

মাধবপুর মিঠাপুকুরে সিএনজি ভাড়া বৃদ্ধিতে জনদুর্ভোগ,নেপথ্যে যুবলীগ নেতাদের হাত

মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি 
  • প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

 

মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের মিঠাপুকুর গ্রামের সিএনজি অটোরিকশা স্টেনে যুবলীগ নেতা ছুরাব,মহন এবং তাদের সঙ্গীয়দের হস্তক্ষেপে বেপরোয়া ভাড়া বৃদ্ধিতে সাধারণ যাত্রীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে,ওয়ার্ড যুবলীগ সভাপতি ছুরাবরা কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে নিজেদের খেয়ালখুশি মতো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন।

জানা যায়,আদাঐর ইউনিয়নের মিঠাপুকুর গ্রামে সিএনজি অটোরিকশা ভাড়া কিছু দিন পর পরই বৃদ্ধি করা হয়।এর নেপথ্যে যুবলীগ নেতা ছুরাব,মহনরা হস্তক্ষেপ করে।তারা গ্রামবাসীকে কোন রকম তোয়াক্কা করে না,গ্রামের মানুষকে প্রকাশ্যে হুমকী দেয়।কয়েক বছর আগে ছুরাব তার চাচাত ভাইকে দা দিয়ে কুপিয়ে যখম করে, এখনও মানুষ সেই জন্য কেউ তার বিরুদ্ধে প্রকাশ্যে কিছু বলে না।

একজন যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন,
“আমরা যেন তাদের কাছে জিম্মি। তাদের ইচ্ছামতো ভাড়া দিতে হচ্ছে।কোন যাত্রী প্রতিবাদ করলে যুবলীগ নেতা ছুরাব,মহনরা হুমকী ধামকী দিয়ে মানুষকে আতংকিত করে রাখে।

গ্রামের বিশিষ্টজনরা জানান,আমরা গ্রামবাসী বসছিলাম তাদের সাথে বসে ভাড়ার বিষয়টা সমাধান করার জন্য।ছুরাবদের উপস্থিত থাকার কথা বার বার বললেও কোন পাত্তা না দিয়ে উপস্থিত থাকে নাই।বরং গ্রামের বিশিষ্টজনকে তারা গ্রামের দোকান এবং স্টেনে গালাগালি করে,কেন এই বিষয় নিয়ে গ্রামবাসী বসল।আওয়ামী লীগের পতন হলেও মিঠাপুকুর গ্রামে তারা কয়েক জন আওয়ামী লীগের দূসররা এখনও দাপটের সাথেই চলাফেরা করছে।

নামপ্রকাশে অনিচ্ছুক গ্রামের এক লোক বলেন,ছুরাব একজন সন্ত্রাসী,সে তার চাচাত ভাইকে প্রকাশ্যে কুপিয়ে যখম করেছে,তার এই চাচাত ভাইয়ের সাথে একটা খুনের ও ঘটনা আছে,তার বসত ভিটাও তার না,এই জায়গা তার বাবা গরু চুরিতে ধরা খেয়ে বিক্রি করে দেয় তার চাচাত চাচার কাছে তবে আপনজন হিসেবে রেজিস্ট্রি করে দেয় নাই,তারপর তার বাবার মৃত্যুর পর সে ঐ জায়গা দখল নেয়,এমন অনেক ভয়ংকর অভিযোগ আছে তাদের নামে।এই আওয়ামী দূসরদের বিচার চাই।

ভাড়ার বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি বলেন,উপজেলার বিভিন্ন পয়েন্টে ভাড়ার বিষয়টি আমাদের নজরে এসেছে, আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

স্থানীয়রা এই বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে যাত্রীদের দুর্ভোগ লাঘবের আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট