হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ মার্চ) হাইওয়ে হোটেলে আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি সৈয়দ মোঃ শাহজাহান ।
মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর পৌর বিএনপির সভাপতি গোলাপ খান,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু,সিনিয়র সহ সভাপতি হাজ্বী অলি উল্লাহ,যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ,আরজু মেম্বার, পারভেজ হোসেন চৌধুরী,সাবেক পৌর বিএনপির সভাপতি আঃআজিজ,উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ,সিনিয়র যুগ্ম আহ্বায়ক কবির চৌধুরী,মশিউর রহমান, স্বেচ্ছাসেবক দলের ১ম যুগ্ম আহ্বায়ক আল আমিন ইসলাম, সদস্য সচিব ফরিদুর রহমান,যুগ্ম আহ্বায়ক মনির হোসেন,কাউছার মিয়া,জহিরুল ইসলাম সিয়াম,পৌর যুবদলের আহ্বায়ক জনি পাঠান,সদস সচিব এমদাদুল হক সুজন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবির,যুগ্ম আহ্বায়ক রাসেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মারুফ আহমেদ,পৌর ছাত্রদলের আহ্বায়ক রিপন,রাজ,রনি অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোঃ শাহজাহান বলেন, আমাদের মধ্যে দেশপ্রেম, গণতন্ত্র চর্চা থাকতে হবে,দলের শৃঙ্খলা সঠিক ভাবে পালন করতে হবে,আমি প্রত্যেক ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই আপনারা জনাব তারেক রহমানের ইফতার মাহফিলের কর্মসূচিটি যথাযথ ভাবে পালন করার জন্য, আপনাদেরকে আরো ধন্যবাদ জানাই আজকের ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার জন্য। আরেকটি অনুরোধ করব আমরা যেন আমাদের মধ্যে ঐক্য বিনষ্ট না করি।সৈয়দ মোঃ শাহজাহান দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য রাখেন।
বিশেষ অতিথির বক্তব্যে মাধবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু বলেন,
দেশের গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।পদ নিয়ে দায়িত্ব অবহেলা করলে চলবে না,আমরা সঠিক ভাবে যেন দায়িত্ব পালন করি।জনাব তারেক রহমানের নির্দেশনা ছিল প্রত্যেক ওয়ার্ডে যেন ইফতার মাহফিল করা হয়।আমাদেরকে প্রত্যেক ইউনিয়নে খোঁজ নিয়ে দেখতে হবে এই দিক নির্দেশনা সবাই সঠিক ভাবে পালন করছে কি না।যদি সঠিক ভাবে পালন না করে তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ইফতারের পূর্বে বিশেষ মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্যের জন্য দোয়া করা হয়। পাশাপাশি পবিত্র রমজান মাসের রহমত, মাগফেরাত ও নাজাতের বরকত কামনায় দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া করা হয়।
অনুষ্ঠানে বিএনপি, অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।