হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আহলে সুন্নাত যুব ফোরামের উদ্যোগে মাধবপুর স্টেডিয়ামে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২১মার্চ) মাধবপুর আহলে সুন্নাত যুব ফোরামের আয়োজিত ইফতার মাহফিলে যুব ফোরামের নেতাকর্মীসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।ইফতার মাহফিলের আগ মুহুর্তে সংক্ষিপ্ত আলোচনা হয়।
এতে প্রধান আলোচক হিসেবে মাধবপুর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা আতিকুর রহমান আতিক বলেন,আমি আপনাদেরকে বলতে চাই সুন্নী জামাতকে এগিয়ে নিতে আপনাদের অগ্রণী ভুমিকা রাখতে হবে,আর আপনাদেরকে সুন্নীয়তের সর্বকাজে ইনশাআল্লাহ আমাকে পাশে পাবে।
যুব ফোরামের আহ্বায়ক ইব্রাহিম বলেন আমরা মুলত মাধবপুর আহলে সুন্নাত যুব ফোরাম কমিটিটা করেছি সুন্নী জামাতের খেদমত করার জন্য, আমাদের এই সংগঠনটি একটি অরাজনৈতিক সংগঠন।
উপজেলা আহলে সুন্নাত যুব ফোরামের সদস্য সচিব বলেন,আরিফুল ইসলাম বাবু বলেন আমরা মাধবপুর উপজেলা আহলে সুন্নাত যুব ফোরামের প্রত্যেকটি সদস্য সুন্নীয়তের জন্য আপ্রান কাজ করে যাবে এবং আহলে সুন্নাত জামাতের খেদমত করে যাব।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন,মাধবপুর মডেল প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান জয়,সাধারণ সম্পাদক আল আমিন ইসলাম, মাধবপুর উপজেলার সুন্নীমনা মানুষ সাইফুর রহমান টিটু,এনায়েত, ইমন,
মাধবপুর উপজেলা আহলে সুন্নাত যুব ফোরামের আহ্বায়ক মোঃ ইব্রাহিম সুজন,সদস্য সচিব আরিফুল ইসলাম বাবু,যুগ্ম আহ্বায়ক শামসুল আলম বাবলু, মনির,আহ্বায়ক কমিটির সদস্য, আকিল হোসেন,মাসুদুর রহমান,ক্বারী জহির উদ্দিন, সৈয়দ রাহিন,নাজমুল হাসান নাজির,চান বাদশা,যুবায়ের,সাইফুল ইসলাম,আল আমিন সহ আরো অনেকেই।।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় এবং ফিলিস্তিনের মুসলমানের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।