ভোলার দৌলতখানে বিলুপ্তপ্রায় মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী ‘মীর কাদিম’ জাতের গরু সংরক্ষণ ও পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ বুধবার (৫ মার্চ ২০২৫) সকালে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহায়তায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর কৃষি ইউনিটের প্রাণিসম্পদ খাতের মাধ্যমে এই কার্যক্রম সম্পন্ন হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিজেইউএস-এর অতিরিক্ত পরিচালক আজাদ হোসেন, এরিয়া ইনচার্জ প্রিয়লাল মণ্ডল এবং শাখা ইনচার্জ জান্নাতুল ফেরদৌস ইভা। এছাড়া সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন উপ-পরিচালক ডা. অরুণ কুমার সিংহ।
এই প্রকল্পের আওতায় পাঁচটি পরিবারকে ‘মীর কাদিম’ জাতের গাভি, দানাদার খাদ্য, প্রাকৃতিক উপায়ে প্রজনন ব্যবস্থা, কেঁচো সার প্লান্ট, টিকা ও কৃমিনাশক, মশারি এবং তথ্যবহুল বইসহ বিভিন্ন উপকরণ প্রদান করা হয়।
মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী ‘মীর কাদিম’ জাতের গরু দেখতে ধবধবে সাদা, কিছুটা লালচে ছোপযুক্ত এবং আকর্ষণীয় বাঁকা শিংয়ের অধিকারী। গবেষণায় জানা গেছে, একসময় নবাব ও জমিদাররা শিশুদের পুষ্টির জন্য এই গরুর দুধ খাওয়াতেন, কারণ এতে ল্যাকটোজের পরিমাণ অত্যন্ত বেশি, যা শিশুদের বুদ্ধিবিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।