” বাংলাদেশ কে বদলাই, বিশ্বকে বদলাই”
এই প্রতিপাদ্য কে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৩০ ডিসেম্বর ২০২৪ থেকে ১৯ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত তারুণ্যের উৎসব -২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
কুতুবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল আহসান জোবায়েদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক মোঃ রায়হান – উজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবা ইউনিয়ন বিএনপি সভাপতি হাবিবুর রহমান সিকদার, সাংগঠনিক সম্পাদক মাসুম বেপারি , ইউনিয়ন যুবদল আহবায়ক জামাল মিয়াজি , ইউপি সদস্য মোঃ মামুন, প্যানেল চেয়ারম্যান মোস্তফা সৈয়াল,সাংবাদিক মহিউদ্দিন আজিম, ছাত্র প্রতিনিধি সহ আরও অনেকে।
এ-সময় প্রধান অতিথি কুতুবা ইউনিয়ন পরিষদের সামনে অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন।