1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৮:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২১৩ জন তুরস্কের তেকিরদাগে খরার কারণে জলাধার শূন্য, জরুরি পানি সীমাবদ্ধতা জারি এআই মানুষের বেশিরভাগ কাজ প্রতিস্থাপন করবে, কিন্তু তারপর কী? যুক্তরাজ্যের অফিস স্পেস প্রদানকারী আইডব্লিউজি’র বার্ষিক মুনাফা পূর্বাভাসের নিম্ন প্রান্তে চীনের জানুয়ারি-জুলাইয়ে রাজস্ব আয় ০.১% বৃদ্ধি পেয়েছে পটুয়াখালীতে বর্ণিল আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দশমিনায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু পবিপ্রবিতে কোটি টাকার লোন কেলেঙ্কারি, দুদকের অভিযান কসমেটিকস পণ্যের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি: ভোক্তাদের ভোগান্তি, ব্যবসায়ীদের ক্ষোভ পবিপ্রবিতে কম্বাইন্ড ডিগ্রি আন্দোলন সমাধানে কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিক্ষকের কুপ্রস্তাব প্রত্যাক্ষান করায় ‘হুমকির’ মুখে কলেজ ছাত্রী

বরগুনা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৮৭ বার পড়া হয়েছে

 

বরগুনার তালতলীতে এক মাদ্রাসার প্রধান শিক্ষক, (সুপার) কলেজ ছাত্রীকে লালসার শিকার করতে না পেরে হত্যার হুমকি দিয়েছে। এ ঘটনায় ওই ছাত্রী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন ওই শিক্ষার্থী। অভিযুক্ত ওই ব্যাক্তি জাকিরতবক ছালেহিয়া দাখিল মাদ্রাসার সুপার (প্রধান শিক্ষক) এবং তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের মালীপাড়া এলাকার জেন্নাত আলীর ছেলে এবং ওই ইউপির প্যানেল চেয়ারম্যান-১ মাও. আনোয়ার হোসাইন।

অভিযোগ সুত্রে জানা যায়, মাও. আনোয়ার হোসাইন (৫৪) যেই ওয়ার্ড এর ইউপি সদস্য, কুপ্রস্তাবের শিকার ওই কলেজ ছাত্রী একই ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। তিনি বরগুনা মহিলা কলেজের বিএসএস এর ছাত্রী। ওই মাদ্রাসা শিক্ষক প্রতিনিয়ত বিভিন্ন সময় বিভিন্ন স্থানে বসে রাত কাটানোর কুপ্রস্তাব দেয়। এবং ওই ছাত্রীকে বিয়ে করবে বলে এলাকার লোকজনদের কাছে মান সম্মানের হানি ঘটনায়। ইতি পূর্বে তাহার পটুয়াখালী জেলায় পরিবারের পক্ষ থেকে বিয়ে দিলেও বিয়ের পর থেকে বিভিন্ন ধরনে অশ্লীল কথা বার্তা বলে তার স্বামীর কাছ থেকে তালাক দিতে বাধ্য করে। তাহার বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা গ্রহন করলে কলেজ ছাত্রী ও তার পরিবারের লোকজনদেরকে খুন যখমের হুমকি দেয়। তিনি প্রতি নিয়ত বাসার চার পাশে দা বটি ও ধারালো অস্ত্র নিয়ে ঘুড়ে বেড়ায়। এমন কি এলাকার কোনো লোকের সাথে কথা বলাও নিষিদ্ধ করে দেয়। শিক্ষকের এমন কর্মকাণ্ডে বর্তমানে মেয়েটি কলেজে যেতে পারে না। মেয়েটির পরিবারকে বলেন তার সাথে বিয়ে না দিলে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে বিয়ে করবে। লজ্জায় পড়ে ঘর বন্দী হয়ে থাকতে হয় মেয়েটিকে। এ ছাড়াও অভিযুক্ত ওই মাদ্রাসা সুপার একজন দুষ্কৃতকারী ও মামলাবাজ। কলেজ ছাত্রীর মা খালার মুঠোফোনে কল দিয়ে প্রতিনিয়ত ওই ছাত্রীকে নিয়ে নানা ধরনের বাজে কথা বলেন। এধরণের সামাজিক ও মানসিক সমস্যার সমাধান পেতে তালতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং মাদ্রাসা ম্যানেজি কমিটির সভাপতির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন মেয়েটি।

স্থানীয়রা জানান, আনোয়ার মাওলানা নামে তিনি এলাকায় বেশ পরিচিত। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে তিনি আ.লীগের দালালী করত। জেলা উপজেলা আওয়ামীলীগের সকল নেতাদের সাথে তাহার ওঠা বসা ছিলো। তিনি অত্যান্ত নারী লোভী। বর্তমানে তার ২ টি বউ এবং ৫ ছেলে মেয়ে আছে। এখন এই মেয়েটিকে টার্গেট করেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। অভিযুক্ত চরিত্রহীন ওই ব্যাক্তিকে শিক্ষক এবং ইউপি সদস্য পদ থেকে তদন্ত পূর্বক বরখাস্ত চাই।

এ বিষয়ে কলেজ ছাত্রী (ভিকটিম) বলেন, আমার ইজ্জত বাচাতে আপনারা আমায় সহযোগিতা করুন। আমি সমাজের আরও ২-৪ টা মেয়ের মতো সম্মান নিয়ে বাচতে চাই। আমি ইউএনও’র কাছে অভিযোগ দিয়েছি। সঠিক বিচার চাই।

অভিযুক্ত ওই মাদ্রাসা শিক্ষক এবং প্যানেল চেয়ারম্যান-১ বলেন, এ ধরনের কোনো ঘটনাই ঘটে নাই। তোমার যা মন চায় লিখ। বড়বগী ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন মিঞা এরিয়ে গিয়ে বলেন, এগুলো আমার কাছে প্রশ্ন না করাই ভালো।

তালতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে সালমা বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। উভয় পক্ষকে ডেকে শুনানিতে রাখা হয়েছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট