পটুয়াখালী জেলার দুমকিতে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ক্যারিয়ার সামিট-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এই কর্মশালায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিশেষভাবে আমন্ত্রিত ছিল প্রতিটি প্রতিষ্ঠানের প্রথম থেকে নবম স্থান অধিকারী শিক্ষার্থীরা।
ক্যারিয়ার সামিটে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির পটুয়াখালী শহর শাখার সভাপতি তাইমিয়া বিন হারুন, জেলা ছাত্রশিবির সভাপতি মাহাদী হাসান নাহিদ, উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর মাওলানা জালাল আহমেদ, নায়েবে আমীর মাওলানা আলতাফ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ হানিফ খান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মামুন অর রশিদ, প্রসিডেন্সি ইউনিভার্সিটির প্রফেসর ড. মোহাম্মদ জুলফিকর আলী এবং ড. সামিউল ইসলাম প্রমুখ।
বক্তারা শিক্ষার্থীদের সফল ক্যারিয়ার গঠনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। কর্মশালায় শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।