গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর জাতীয় সরকার গঠনের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, সংসদে সকল রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের অনুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।
শুক্রবার বিকেলে পটুয়াখালী শহীদ মিনার চত্বরে গণ অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর আরও বলেন, “একক ভাবে কোন দল ক্ষমতায় গেলে কিভাবে স্বৈরাচার হয় তা আমরা বিগত ৫৩ বছরে দেখেছি। আর কোন দলকে এককভাবে ক্ষমতায় গিয়ে স্বৈরাচার ফ্যাসিবাদ হতে দেয়া হবে না।”
তিনি বিএনপিসহ ৪২টি দলের আন্দোলনে অংশগ্রহণের কথা উল্লেখ করেন। তবে বিএনপি নেতাকর্মীদের আচরণে পরিবর্তন লক্ষ্য করে উদ্বেগ প্রকাশ করেন।
গণঅধিকার পরিষদের সভাপতি জানান, বিএনপি যদি গত দেড় দশকে আন্দোলনে অংশ নেওয়া নেতাকর্মীদের মূল্যায়ন করে জাতীয় সরকার গঠনে রাজি হয়, তবেই তাদের সাথে জোট গঠন ও রাজনৈতিক সমঝোতা সম্ভব। অন্যথায় বিকল্প জোট গঠনের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণের ইঙ্গিত দেন তিনি।
অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।