সদ্য পদত্যাগকারী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে ফাঁসির দাবিতে পটুয়াখালী জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
সোমবার শেষ বিকালে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি তিতাস মোর আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর বাসার সামনা থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাট গিয়ে প্রতিবাদ সমাবেশ করে।
জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এড. আল আমিন সুজন এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি টিতে উপস্থিত ছিলেন মাজাহারুল ইসলাম হিরু, সহ সভাপতি, জেলা যুবদল, মানসুর খান লিটন, যুগ্ন সাধারন সম্পাদক জেলা যুবদল, মোঃ মিরাজ হোসেন, সাবেক সাধারন সম্পাদক, পৌর যুবদল, মোঃ নুরুল আমিন, সিনিয়ার যুগ্ন আহবায়ক, পটুয়াখালী সদর থানা যুবদল, মোঃ আরিফুর রহমান, মোঃ তুহন খান, মোঃ আতিকুর রহমান, মোঃ মিলন বিশ্বাস, মোঃ ইকরামুল হক জসিম, মোঃ মশিউর রহমান রাসেল, সম্পাদক জেলা যুবদল, আল হেলাল নয়ন , সাবেক সাধান সম্পাদক, জেলা ছাত্রদল।
জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এড. আল আমিন সুজন তার বক্তব্যে বলেন, সভায় দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষা এবং সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেয়া হয়। এবং পিলখানার সেনাবাহিনীর অফিসার হত্যা, শাপলা চত্বরে মাদ্রাসা ছাত্রদের হত্যা সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্রদের গণহত্যাকারী হিসেবে সদ্য পদত্যাগকারী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে ফাঁসির দাবি জানানো হয়।
এছাড়াও এই বিক্ষোভ মিছিলে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মৎস্যজীবী দল, শ্রমিকদলসহ বিএনপি’র সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।