1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
উপকূলীয় এলাকায় মহিষের চারণভূমি ও উন্নয়নের সমস্যা ও সমাধান বিষয়ে বরিশালে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত চীনের বিনিয়োগ উদ্বেগের মধ্যে অস্ট্রেলিয়া নাউরুর সাথে নিরাপত্তা ও অর্থনৈতিক চুক্তি অনুমোদনের জন্য ত্বরান্বিত প্রচেষ্টা চালাচ্ছে ইউক্রেনের হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আঘাত: তেলের দাম বেড়েছে পাওয়েলের ডোভিশ বক্তব্যের ধাক্কায় ডলারের পুনরুদ্ধারে সংগ্রাম উত্তর প্রদেশে ট্রাক-ট্রাক্টর সংঘর্ষে ৮ জন নিহত, ৪৩ জন আহত যুক্তরাষ্ট্রে প্রথম ভ্রমণ-সংক্রান্ত স্ক্রুয়ার্ম সংক্রমণ: মেরিল্যান্ডে গুয়াতেমালা থেকে আগত ব্যক্তির শরীরে মাংসভোজী পরজীবী শনাক্ত দক্ষিণ কোরিয়া চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণ ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেছে পবিপ্রবিতে নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত পটুয়াখালীর মহিপুরে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে তিনটি অবৈধ ট্রলিং বোট জব্দ পবিপ্রবিতে লোন কেলেঙ্কারি তদন্ত: অভিযুক্ত কর্মকর্তাই কমিটির সদস্যসচিব

ফ্রিল্যান্সার ও আইটি উদ্যোক্তাদের ১৪ দফা দাবী

গোপাল হালদার, পটুয়াখালী
  • প্রকাশিত: সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১১৩ বার পড়া হয়েছে

নতুন বাংলাদেশ বিনির্মানে পটুয়াখালীতে ফ্রিল্যান্সার ও আইটি উদ্যোক্তাদের ১৪ দফা দাবী আদায়ে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় আইটি সংশ্লিষ্টরা।

সোমবার (১২ আগস্ট)  সন্ধ্যায় পটুয়াখালী জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন পটুয়াখালী ফ্রিলান্সার’স ক্লাবের সদস্য।

ক্লাবের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেপটেকোর প্রধান নির্বাহী পরিচালক আব্দুর রব আখন্দ, ইকম ডিজিটাল টেকনোলজির প্রধান নির্বাহী পরিচালক আতিকুর রহমান, ডিজিটাল মার্কেটার ও মেন্টর সপ্তল চ্যাটার্জী, ওয়পব ডেভেলপার হৃদয় হাওলাদার, গ্রাপেগোর প্রতিষ্ঠা মাহমুদুর রহমান প্রমুখ।

স্থানীয় ফিল্যান্সার এবং আইটি উদ্যোক্তাদের ১৪ দফা দাবির মধ্যে রয়েছে পটুয়াখালী জেলার আইটি সেক্টরের উন্নয়নের স্বার্থে পটুয়াখালীর প্রত্যন্ত একালা ভুরিয়া ইউনিয়নে প্রস্তাবিত “শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার” সরিয়ে সদর উপজেলার প্রাণকেন্দ্র ঝাউতলার আশেপাশে স্থাপন, আইটি উদ্যোক্তাদের পেমেন্ট সমস্যা নিরাসনে অতিদ্রুত আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে সমূহ যেমন- পেপাল, স্ট্রাইপ, স্কায়ার, গুগল পে (জিপে) ইত্যাদি চালু, বাংলাদেশ ব্যাংক গত ৩০ জানুয়ারি ২০২২ খ্রি. এক সার্কুলারে তথ্যপ্রযুক্তি বিভাগ স্বীকৃত ৫৫টি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসর আয়ের উপর ঘোষণাকৃত ফ্রিল্যান্সারদের জন্য ৪% এবং আইটি উদ্যোক্তাদের জন্য ১০% সরকারি প্রণদনা অতি দ্রুক কার্যকর, কার্ডে ডলার এন্ডোর্সমেন্ট এবং ট্রানজেকশন এর ক্ষেত্রে সীমাবদ্ধতা তুলে দিয়ে আইটি উদ্যোক্তাদের জন্য ডলার এন্ডোর্সমেন্ট এবং ট্রানজেকশন উন্মুক্ত করে দেয়া

এছাড়াও কার্ডে ডলার ব্যবহারের ক্ষেত্রে ব্যাংক কর্তৃক ১৫% ভ্যাট চার্জ ফ্রি করে দেয়া। যদি কোন অপারগতা থাকে তাহলে এই ভ্যাট চার্জ ১৫% থেকে নামিয়ে ১%-৫% এ নিয়ে আসা,  বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি (বিএফডিএস) কে বিলুপ্তি ঘোষনা করা অথবা এটি পূর্ণগঠন, টাকার বিনিময়ে চালুকৃত ফ্রিল্যান্সার পরিচয়পত্র নামক কার্ড ব্যবস্থা বাতিল করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ববধায়নে বৈধ ফ্রিল্যান্সারদের বিনামূল্যে সাটিফিকেট কিংবা আইডি কার্ড প্রদান করা এবং সকল ক্ষেত্রে এর সার্বজনীন স্বকৃতি নিশ্চিত করা। অনলাইনে কাজ করার ক্ষেত্রে সাইবার হামলাসহ যে কোনভাবে ক্ষতিগ্রস্থ ফ্রিল্যান্সাদের আর্থিক সহায়তাদানে একটি ফান্ড গঠন করা।

এদিকে ফ্রিল্যান্সার এবং আইটি উদ্যোক্তাদের কাজে প্রয়োজনীয় ডিভাইস এবং গেজেট সহজভাবে এক্সপোর্ট-ইমপোর্ট করার সুযোগ তৈরি করে এর উপর ট্যাক্স এর পরিমাণ কমিয়ে আনা এবং সকলের জন্য সহজলভ্য করাসহ নিরবিচ্ছিন্ন ইন্টরনেট সুবিধা নিশ্চিত করতে বাংলাদেশে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট ব্যবস্থা স্টারলিংক চালু করা এবং দেশীয় ইন্টারনেট ব্যবস্থায় উচ্চগতির ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা এবং তা সহজলভ্য ও পাসপোর্ট তৈরি, ভিসা প্রসেসিং সহ সকল ক্ষেত্রে ফ্রিল্যান্সার এবং আইটি উদ্যোক্তাদের পেশা নিবার্চনে ফ্রিল্যান্সার এবং আইটি উদ্যোক্তা ক্যাটাগরি সংযুক্ত করার দাবী জানান।

প্রতিটি জেলা আইসিটি অফিস এর আওতায় সকল উপজেলায় ফ্রিল্যান্সিং হাব তৈরি করা এবং ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রতিষ্ঠানের জন্য সরকারি নীতিমালা প্রনয়ন করে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রতিষ্ঠানের অনুমতি প্রদান ও আইটি উদ্যোক্তাদের আয়ের উপর ট্যাক্স ফ্রি করে দেয়া এবং আইটি উদ্যোক্তাদের জন্য সর্বনিম্ন ১০ বছরের জন্য ভ্যাট ফ্রি করে দেওয়ার দাবী জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট