সাদা চামুড়ার জয়কয়কারে, ,
,,,,,,,,,,,,,,,,,,,,,, ভাবলু কালো চামুড়ার কদর ,
,,,,,,,,,,,,,,,রইবে পরে রসাতলে,,!,,,,
ওরে বাহলুল!
কালির কদর বুঝিতে বুঝ,
সর্বত্র সার্বজনিন অন্তর লাগে।
রবি এলো ঘুনিয়ে,
আলো যাবে ফুরিয়ে,
চোখ জুড়া দে জুড়িয়ে ,
কলব প্রদীপ জ্বালিয়ে,
বিশ্বাস নুর মুহাম্মদ বন্ধু মোর
আসবেই ফিরে হীরার নেয়ে।
কদর বুঝিতে বুঝ কদর জানিতে হইবে।
লেখক মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী।