1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
মুসলিম ব্লকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল চীনের ছোট ব্যাঙ্কগুলোর একীভূতকরণ খাতকে সংকুচিত করছে কিন্তু আর্থিক ঝুঁকি বাড়িয়ে তুলছে কুলাউড়া,বড়লেখা,জুড়ী উপজেলা নির্বাচন অফিসের ডাটাএন্ট্রি অপারেটরদের কর্মবিরতি কক্সবাজার কৃষক হত্যা মামলার পলাতক প্রধান আসামি পটুয়াখালীতে গ্রেফতার আগুনের লেলিহান শিখায় ছোট্ট ১ বছরের রায়হান দগ্ধ হয়ে মৃত্যু দীর্ঘ ৩০ বছর পর মসজিদের দখলকৃত জমি উদ্ধার ও সীমানা নির্ধারণ ১৩ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার এডভোকেট জিয়াকে আহ্বায়ক ও শরিফকে সদস্য সচিব করে ভোলা জেলা এনসিপি’র ৭৪ সদস্য আহ্বায়ক কমিটি মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত কুলাউড়ায় ওয়াকফকৃত পুকুরে মাটি ভরাটের চেষ্টা; ইউএনও হস্তক্ষেপে বন্ধ

চাঁদা দাবীতে পরিবহন শ্রমিকদের মারধর,আটকে রাখে ৪ টি গাড়ি

মোঃ সোহাগ হাওলাদার, সাভার
  • প্রকাশিত: শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

ঢাকার সাভারে পরিবহনে চাঁদার দাবীতে এক পরিবহন ব্যবসায়ীকে হুমকি ও মিনি বাস চালক এবং হেল্পারদের মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আশুলিয়া থানায় ৫ জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই পরিবহন ব্যবসায়ী।

ভুক্তভোগী ওই পরিবহন ব্যবসায়ীর নাম মো. রুবেল (৩৮) তিনি সাভার পৌরসভার মজিদপুর এলাকার মৃত নুর ইসলামের ছেলে এবং মাসকান এন্টারপ্রাইজ লিমিটেড নামক একটি মিনিবাস পরিবহনের মালিক।

অভিযুক্তরা হলো, আশুলিয়ার চারাবাগ এলাকার মো. শফিক মৃধা (৪০), আশুলিয়ার আনারকলি এলাকার মো. ইয়াসিন আরাফাত (৩২), দক্ষিন আনারকলি এলাকার মো. বাপ্পারাজ (৩৮), দোসাইদ এলাকার মো. হাসান (৪৫) ও আনারকলি এলাকার মো. আরিফ (২৭)।

অভিযোগ সুত্রে জানা যায়, ভুক্তভোগী রুবেলের মাসকান এন্টারপ্রাইজ লিমিটেড নামক মিনি বাস কোম্পানির (রুট পারমিট রেজি: ১৮,১৫,৭৯) মোট ২৫টি মিনিবাস সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড থেকে আশুলিয়া বাজার পর্যন্ত চলাচল করে। ভুক্তভোগী জানান এই রোডে চলাচলের সময় অভিযুক্তরা উক্ত সকল মিনিবাসের চালকদের অকথ্য ভাষায় গালাগাল ও মারধর করে এবং মাসকান এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করে। এ সময় আবু হানিফ নামে এক চালককে মারধর করা হয় এবং চারটি গাড়ি আটক করে রেখে চালক ও হেলপারদের নামিয়ে দেয়। অভিযুক্তদের সকলেই সন্ত্রাসী প্রকৃতির লোক তারা যেকোনো সময় এই পরিবহনের শ্রমিকদের বড় ধরনের ক্ষতি করতে পারে তাই ঘটনার পর থেকে সকল চালক ও হেলপার এই রোডে বাস চালাতে অস্বীকৃতি জানিয়েছে।

অভিযুক্ত শফিক মৃধার কাছে চালককে মারধর ও গাড়ি আটকে রাখার বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, মারধরের কোন ঘটনা ঘটে নাই । আমার ব্যানারের গাড়ি তারা জোর করে নিয়ে অন্য ব্যানারে চালাতে চায় তাই গাড়ি আটকে ছিলাম। পুলিশের জিম্মায় আবার গাড়ি গুলি দিয়ে দিয়েছি।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক(এসআই) আরাফাত রহমান বলেন, আটকে রাখা ৪ টি গাড়ির মধ্যে তিনটি উদ্ধার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট