সাভারের হেমায়েতপুরে অবস্থিত চামড়া শিল্পনগরীর পরিবেশ দূষণ ও অব্যবস্থাপনার কারণে আসন্ন কোরবানি ঈদের প্রাক্কালে রীতিমতো ভোগান্তির মুখে পড়েছেন স্থানীয় মানুষ। গড়ে ওঠা এই চামড়া শিল্পনগরীর অপর্যাপ্ত বর্জ্য পরিশোধন ব্যবস্থা, ভুল ড্রেনেজ সিস্টেম এবং অনিয়মিত পরিচালনার কারণে এলাকার বাতাস ও নদীর পানি প্রতিনিয়ত দূষিত হচ্ছে। ফলে স্থানীয়রা বিভিন্ন চর্মরোগসহ নানা রোগে ভুগছেন।
বৈশ্বিক বাজারে চামড়ার চাহিদা বিবেচনায় ২০০৩ সালে হাজারীবাগ থেকে স্থানান্তরিত হয়ে আসে এই শিল্পনগরী। গড়ে ওঠে ১৪২টি ট্যানারি। কিন্তু মূল সমস্যা হলো এখানে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (সিইটিপি) নেই। ফলে বর্জ্যমিশ্রিত পানি যথাযথভাবে পরিশোধন না হওয়ায় পরিবেশ দূষিত হচ্ছে। এছাড়া রাস্তায় ময়লা পানি জমে থাকায় চলাচল কষ্টকর।
ঈদের প্রাক্কালে চামড়া শিল্পনগরী চলছে পুরোদমে। এই অবস্থায় পরিবেশ দূষণ ও অব্যবস্থাপনার ভয়াবহতা আরও বৃদ্ধি পাবে বলে শঙ্কা করছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা রাশেদ জানান, বর্জ্যমিশ্রিত পানি শরীরে স্পর্শ করলে চুলকানিসহ বিভিন্ন চর্মরোগের প্রাদুর্ভাব বাড়বে। স্থানীয় ফারুক হোসেনের মতে, বৃষ্টির পানি বর্জ্যে বন্ধ ড্রেনের মাধ্যমে রাস্তায় জমাট বেঁধে বিশ্রী গন্ধ ছড়ায়।
অর্থনীতিবিদ ড. মাহফুজ কবির বলেন, পরিবেশবান্ধব না হওয়ার কারণে বিশ্ববাজারে প্রবেশাধিকার হারাচ্ছে দেশের চামড়া শিল্প। তিনি সরকারকে এই খাতে দৃষ্টি দেয়ার আহ্বান জানান। অন্যদিকে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন ব্যবসায়ীদের একা দায়ী করছে না। তারা বলছে, বারবার ঠিক করার অনুরোধ জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ নেয়নি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন।