ভোলার বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান কে বরণ ও সাবেক পরিষদ কে বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন।
উপজেলার হলরুমে সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান উজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর উল্লাহ চৌধুরী।
এ-সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলী হিরা, থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান আক্তারুন নেছা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দ, সুশীল সমাজ, শিক্ষক, সাংবাদিক সহ আরও অনেকে।