1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলা সদর উপজেলার শিক্ষা উন্নয়ন কর্মপরিকল্পনা নিয়ে পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত পটুয়াখালীতে ট্রলার মাঝি হত্যার মামলায় পলাতক প্রধান অভিযুক্ত সোহেল ফকির গ্রেফতার পরীক্ষার হলে ফোন নিয়ে প্রবেশে শিক্ষার্থীকে আটক করায় শিক্ষককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা কুলাউড়ায় ভারতীয় ৩ লাখ টাকার সিগারেট জব্দ কমলগঞ্জে প্রভাবশালীর বাঁধায় চলাচলের রাস্তাটি প্রতিবন্ধকতার অভিযোগ ভিয়েতনামে Xbox উৎপাদনে সম্প্রসারণের পরিকল্পনা ফক্সকনের রুপি ৯০ ছাড়িয়ে পতন, মার্কিন শুল্ক ও বিনিয়োগ বহিঃপ্রবাহে চাপ ফিউজলেজ প্যানেলে ত্রুটি: ৬২৮টি এয়ারবাস A৩২০ পরিদর্শনের মুখে ১৯ দেশের নাগরিকদের অভিবাসন আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন ব্ল্যাকরক দীর্ঘমেয়াদী ট্রেজারিগুলোতে মতামত পরিবর্তন করল, এআই অর্থায়নের ঢেউয়ে ঋণ খরচ বৃদ্ধির আশঙ্কা

দুমকীতে আ’লীগের গোষ্ঠীদ্বন্দ্ব: ৪ প্রার্থী নিয়ে বিভক্ত নেতাকর্মীরা

আবু আফফান, পটুয়াখালী
  • প্রকাশিত: শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১৩২ বার পড়া হয়েছে

পটুয়াখালী জেলার দুমকী উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিভক্ত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। চেয়ারম্যান পদে মোট ৪ জন প্রার্থী থাকায় উপজেলা আওয়ামী লীগ ৪টি গোষ্ঠীতে বিভক্ত হয়ে পড়েছে।

মোটর সাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান ড. হারুন অর-রশীদ হাওলাদারের পক্ষে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, বেশ কয়েকজন সহ-সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ অন্যান্য নেতাকর্মীরা।

অপরদিকে, দোয়াত কলম প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য মোঃ শাহজাহান সিকদার। তাঁর সমর্থনে রয়েছেন বেশ কিছু সহ-সভাপতি, ইউনিয়ন চেয়ারম্যান ও অন্যান্য নেতাকর্মীরা।

আনারস প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এ্যাড. মেহেদী হাসান মিজান। তাঁর পক্ষে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের কিছু সহ-সভাপতি ও যুবলীগের সভাপতিসহ অন্যান্য নেতাকর্মীরা।

এছাড়া ইউরোপের দেশ মাল্টাফেরত প্রবাসি কাপ-পিরিচ প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাওসার আমিন হাওলাদার। তাঁর পক্ষে রয়েছেন সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পর্যায়ের কিছু নেতা-কর্মী।

তবে গোষ্ঠীদ্বন্দ্ব সত্ত্বেও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের ভাষ্য, দলীয় কার্যক্রমে এর কোন প্রভাব পড়বে না। তিনি বলেন, “জয়-পরাজয় মেনেই যে যার মত কাজ করবে।” অন্যদিকে, কেন্দ্রীয় নেতা এ্যাড. আফজাল হোসেন বলেছেন, “জনগণের সমর্থন আদায় করে বিজয়ী হলে তাদের সাধুবাদ জানাবো।”

এদিকে, উপজেলা নির্বাচনী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৯ মে। ভোটপ্রক্রিয়া শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।.

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট