নীলফামারী জলঢাকায় জনস্বাস্থ্য অফিস থেকে রাতের অন্ধকারে অটো ভ্যান যোগে ১১৮ টি পাইপ ও ১জনকে আটক করেছে জলঢাকা থানা পুলিশ।
ঘটনাটি টি ঘটেছে জলঢাকা উপজেলা আর, ডি, আর,এস তিস্তা ক্যানেলের পার এলাকায়। ঘটনাস্থলে পুলিশ সূএে জানা যায় যে, সোমবার মধ্যরাতে জনস্বাস্হ্য অফিস থেকে ৫টি ভ্যানে যোগে জলঢাকার জনস্বাস্থ্য অফিস থেকে রাতের অন্ধকারে ভ্যান যোগে পাইপ নিয়ে যাওয়ার সময় এলাকা বাসির সন্দেহ হলে তারা পাইপ সহ ভ্যান গাড়ি আটক করে থানায় খবর দিলে ঘটনাস্থলে জলঢাকা থানা পুলিশ গিয়ে ২টি ভ্যান, ১১৮ টি পাইপ এবং ১জন ঠিকাদারের লোককে উদ্ধার করে। জনস্বাস্থ্য প্রহরী সাংবাদিকদের জানায় ঠিকাদারের লোকজন রাতে তালা খুলে আমাকে না জানিয়ে গোডাউন থেকে পাইপ নিয়ে যায়। পরবর্তীতে আমি পাইপ নিয়ে যেতে বাধা দিলে
ঠিকাদারের লোকজন আমাকে বলে স্যারের সাথে কথা হয়েছে।এরপর ঠিকাদারি প্রতিষ্ঠান
মেসার্স কামাল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সজীব আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি জানান এসব পাইপ আমাদের ওগুলো পাইপ আমরা ঢাকা কুরিয়ার সার্ভিসে পাঠাবো ।তবে সরকারি গোডাউন থেকে রাতের অন্ধকারে এভাবে পাইপ গুলো নিয়ে আসা ঠিক হয়নি আমাদের। উপজেলা জনস্বাস্হ্য প্রকৌশলী অফিসার আব্দুল গফুর বলেন ওগুলো ঠিকাদারের পাইপ ওরাই নিয়ে গেছে এখানে আমার কিছু করার নেই।
এদিকে জলঢাকা থানার অফিসার ইনচার্জ আরজু মো: সাজ্জাদ হোসেন বলেন। এলাকাবাসী মধ্যরাতে পাইপ সহ ভ্যান গাড়ি আটক করে আমাদের সংবাদ দিলে জলঢাকা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভ্যান গাড়ি সহ ১১৮টি পাইপ ঠিকাদারের ১ জন ব্যাক্তি কে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পরবর্তীতে ঘটনার সত্যতা পেলে
আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।