৯০ দশকের মাঠ কাপানো খেলোয়ারদের মিলন মেলা উপলক্ষে ভোলায় বাংলাবাজারে লায়ন স্পটিং ক্লাবের আয়োজনে লিজেন্ডস কিংস ক্লাব বনাম লিজেন্ডস ষ্টার ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এসময় বাংলাবাজার লিজেন্ডস ষ্টার ক্লাব বাংলাবাজার লিজেন্ডস কিংস ক্লাবকে ৩-১ গোলে হাড়িয়ে বিজয়ী লাভ করে। এ ফুটবল ম্যাচে বাংলাবাজার লায়ন স্পটিং ক্লাবের সভাপতি শাহনেওয়াজ মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফাতেমা খানম কলেজের সহকারী অধ্যাপক আবুল বাশার, পশ্চিম জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এরফানুর রহমান, বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইন-চার্জ এসআই জামাল হোসেন, এএসআই মোঃ ইব্রাহীম ও বাংলাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমজাদ হোসেন শিপণ। এ সময় উপস্থিত অতিথিবৃন্দ বলেন, এ খেলাটি একটি ব্যতিক্রম খেলা। উভয় দলেই রয়েছে বয়স্ক খেলোয়ার। তবে তারা ৯০ দশকের মাঠ কাপানো প্লেয়ার। এ খেলার মাধ্যমে উভয় দলের মধ্যে নতুন করে আবার শুরু হলো ভ্রাতৃত্ব বন্ধন ও একের প্রতি অন্যজনের ভালোবাসা। এ ভালোবাসা উভয়ের মধ্যে সারা জীবন অটুট থাকবে।