জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় পিকেএসএফ-এর বিভিন্ন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে সম্প্রতি ‘Climate Change and Development’ শীর্ষক এক প্রশিক্ষণ আয়োজন করা হয়।
গত ২৬ জুন এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ করেন পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের। এতে স্বাগত বক্তব্য রাখেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. ফজলে রাব্বি ছাদেক আহমাদ।
পিকেএসএফ ভবনে আয়োজিত পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে পিকেএসএফ-এর ২২টি সহযোগী সংস্থার মোট ২২জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)-এর অর্থায়নে বাস্তবায়নাধীন Extended Community Climate Change Project-Drought (ECCCP-Drought) প্রকল্পের আওতায় এ বছরের জানুয়ারি মাস থেকে পাঁচটি ব্যাচে ১০৩টি সহযোগী সংস্থার মোট ১৩৬জন কর্মকর্তাকে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।