1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় জেলেদের জিম্মি করে চাঁদাবাজি: যুবদলের সাবেক নেতা গ্রেপ্তার সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন নুরুল হক নুর হেফাজত আমিরের আহ্বান: আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট দেবেন না নাফ নদে আরাকান আর্মির অপহরণ-চক্র: ২৩ দিনে ৬৯ জেলে, প্রশ্ন উঠছে ‘কঠোর বার্তা’র রাজশাহীতে উদ্বোধন হলো ৩০তম আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৫ পটুয়াখালীতে কিশোর গ্যাং চক্রের ৪ সদস্য গ্রেফতার, অবৈধ অর্থ আদায়ের অভিযোগ রাঙ্গাবালীর সোনারচরে ফিশিং ট্রলার ডুবি, ১৪ মাঝিমাল্লা জীবিত উদ্ধার ছুটির চতুর্থ দিনেও কুয়াকাটায় পর্যটক-উচ্ছাস, শতভাগ হোটেল বুকিং তরমুজবাহী ট্রলার ডাকাতি মামলার ‘প্রধান সরদার’ কামাল গ্রেফতার তালতলী বন্দরে র‍্যাবের অভিযান: দুর্ধর্ষ ডাকাত সরদার নুর মোহাম্মদ গ্রেফতার

নিয়ামতপুর উপজেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

এম,এ,মান্নান,নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২৮৮ বার পড়া হয়েছে

শিক্ষা জাতির মেরুদণ্ড। একাডেমিক শিক্ষার সর্বোচ্চ স্তরের দিকে এগিয়ে যাওয়ার পথে এইচএসসি সমমানের পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা কাল থেকে শুরু হতে যাচ্ছে সারাদেশের মতো নিয়ামতপুর উপজেলাতেও। উপজেলার বি.এম শাখায় এবার মোট পরীক্ষার্থী ৩৬১ জন। তাদের মধ্যে প্রথম বর্ষে ১৬৩ জন এবং ফাইনাল বর্ষে ১৯৮ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।নিয়ামতপুর উপজেলার বিভিন্ন বিজনেস ম্যানেজমেন্ট কলেজ থেকে শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিচ্ছে। টিকরামপুর বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, বালাতৈড় বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, নিমদিঘী বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এবং বটতলী হাট মহিলা বিজনেস ম্যানেজমেন্ট কলেজ—এই চারটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার পরীক্ষায় অংশ নিচ্ছে।টিকরামপুর বিজনেস ম্যানেজম্যান্ট কলেজ ১ম বর্ষে ৭৮ জন ও ফাইনাল পরীক্ষার্থী ৭৯ জন,।বালাতৈড় বিজনেস ম্যানেজম্যান্ট কলেজ ১ম বর্ষে ৪২ জন ও ফাইনাল পরীক্ষার্থী ৫৫ জন,।নিমদিঘী বিজনেস ম্যানেজম্যান্ট কলেজ ১ম বর্ষে ৪১ জন ও ফাইনাল পরীক্ষার্থী ৫৭ জন,।বটতলী হাট মহিলা বিজনেস ম্যানেজম্যান্ট কলেজ ১ম বর্ষে ০২ জন ও ফাইনাল পরীক্ষার্থী ৭ জন।সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে নেওয়া হয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ। কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে টিকরামপুর বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, তবে ভেন্যু হিসেবে নিয়ামতপুর সরকারি কলেজ ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে পরীক্ষার পরিবেশ আরও নিয়ন্ত্রিত ও গৃহীত হয়। পরীক্ষাকেন্দ্রের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন টিকরামপুর বিজনেস ম্যানেজমেন্ট কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মোঃ গোলাম শফি কামাল।সচিব মহোদয় জানিয়েছেন, নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে পরীক্ষাকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানানো হয়েছে।
এই পরীক্ষা শুধু একটি শিক্ষাগত কার্যক্রম নয়, বরং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনের ভিত্তি। তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করতে যাচ্ছে তারা। এ সময় পরিবারের সহযোগিতা, শিক্ষকদের দিকনির্দেশনা এবং সমাজের ইতিবাচক মনোভাব শিক্ষার্থীদের মনোবল বাড়াতে সাহায্য করবে।আমরা আশা করি, নিয়ামতপুর উপজেলায় এইচএসসি সমমানের পরীক্ষা সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে এবং সকল পরীক্ষার্থী সফলভাবে তাদের লক্ষ্যে পৌঁছাবে। পরীক্ষার্থীদের প্রতি রইলো শুভকামনা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট