1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় জেলেদের জিম্মি করে চাঁদাবাজি: যুবদলের সাবেক নেতা গ্রেপ্তার সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন নুরুল হক নুর হেফাজত আমিরের আহ্বান: আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট দেবেন না নাফ নদে আরাকান আর্মির অপহরণ-চক্র: ২৩ দিনে ৬৯ জেলে, প্রশ্ন উঠছে ‘কঠোর বার্তা’র রাজশাহীতে উদ্বোধন হলো ৩০তম আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৫ পটুয়াখালীতে কিশোর গ্যাং চক্রের ৪ সদস্য গ্রেফতার, অবৈধ অর্থ আদায়ের অভিযোগ রাঙ্গাবালীর সোনারচরে ফিশিং ট্রলার ডুবি, ১৪ মাঝিমাল্লা জীবিত উদ্ধার ছুটির চতুর্থ দিনেও কুয়াকাটায় পর্যটক-উচ্ছাস, শতভাগ হোটেল বুকিং তরমুজবাহী ট্রলার ডাকাতি মামলার ‘প্রধান সরদার’ কামাল গ্রেফতার তালতলী বন্দরে র‍্যাবের অভিযান: দুর্ধর্ষ ডাকাত সরদার নুর মোহাম্মদ গ্রেফতার

জলঢাকায় হেলথ এসিসটেন্ট এসোসিয়েশনের অবস্থান কর্মসূচী পালিত

জেলা প্রতিনিধি নীলফামারী 
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

নীলফামারী জলঢাকায় ৬ দফা দাবী বাস্তবায়নের লক্ষে দুই ঘন্টা ব্যাপী অবস্থান কর্মসূচী পালন করেছে বাংলাদেশ হেলথ এসিসটেন্ট এসোসিয়েশন জলঢাকা উপজেলা শাখা। ২৪শে জুন মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়াম হলরুমের সামনে এ অবস্থান কর্মসূচী পালন করেন তারা। বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন জলঢাকা উপজেলা শাখার সভাপতি আব্দুল হালিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন, সংগঠনটির সাধারণ সম্পাদক মানিকুজ্জামান মানিক। স্বাস্থ্যকর্মীদের এ অবস্থান কর্মসূচীতে উপজেলা পর্যায়ের হেলথ এসিসটেন্ট এসোসিয়েশনের সকল পর্যায়ের স্বাস্থ্য সহাকারী কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্যে সাধারণ সম্পাদক মানিকুজ্জামান মানিক বলেন, মানব শিশু জন্মের পর থেকে ১০টি মারাত্মক রোগ সুরক্ষায় প্রতিশোধক হিসাবে তৃনমুল পর্যায়ে আমরা স্বাস্থ্য সহকারীরাই টিকা প্রদান করে থাকি। আমাদের এই টিকা প্রদানের কাজটি সম্পূর্ণ টেননিক্যান হলেও আমরা টেকনিক্যান পদমর্যাদা থেকে বঞ্চিত। এ জন্য আমরা পদমর্যাদায় চরম ভাবে বেতন বৈষম্যের শিকার হচ্ছি। মানিক বলেন, আমাদের মাধ্যমে স্বাস্থ্য সেক্টরে সকল আন্তর্জাতিক অর্জন হওয়া সত্ত্বেও বিগত সরকার আমাদের শুধু আশার বানী শুনিয়েছেন। কিন্তূ আমাদের ভাগ্যের কোন পরিবর্তন ঘটায়নি। তাই আমাদের নিয়োগবিধি সংশোধন পূর্বক শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান (বিজ্ঞান) সংযুক্ত করে ১৪তম গ্রেডে উন্নতি, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদায় বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নতিকরণসহ কর্মবিরতি পালনের পূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্বারকলিপি ও আবেদন দিয়ে প্রস্তাবিত ৬ দফা দাবী বাস্তবায়নে অবস্থান কর্মসূচী পালন করছি। কর্তৃপক্ষের প্রতিশ্রুতি অনুযায়ী যদি আমাদের দাবী দ্রুত বাস্তবায়ন না করেন তাহলে আগামী ১লা সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বন্ধ ঘোষনা করা হবে। সভাপতি আব্দুল হালিম বলেন, নির্বাহী আদেশে নিয়োগবিধি সংশোধন পূর্বক ১৪তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদায় ১১তম গ্রেডে বেতন স্কেল উন্নতিকরণ, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিক ভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ, স্বাস্থ্য পরিদর্শকদের অভিজ্ঞতার আলোকে স্নাতক পাস স্কেলে আত্মীকরণ এবং ইন সার্ভিস ডিপ্লোমা এসআইটি কোর্স সম্পূর্ণকারী স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকদের ডিপ্লোমাকারী সম্পূর্ণ হিসাবে গণ্য করে সরাসরি ১১তম গ্রেডে উন্নত করতে হবে। সভাপতি হালিম জানান, এই ৬দফা দাবী বাস্তবায়নের মাধ্যমে দেশের তৃনমুল পর্যায়ের স্বাস্থ্য সেবা আরো শক্তিশালি ও টেকশই হবে। এ সব বাস্তবায়ন না হলে বৃহৎ কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে দাবী আদায় করা হবে বলে হুশিয়ারি দেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট