1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলার বোরহানউদ্দিনে আধুনিক স্বাস্থ্যসম্মত গরু-ছাগলের হাট খুশি ক্রেতা-বিক্রেতা মনপুরায় জেলেদের জিম্মি করে চাঁদাবাজি: যুবদলের সাবেক নেতা গ্রেপ্তার সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন নুরুল হক নুর হেফাজত আমিরের আহ্বান: আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট দেবেন না নাফ নদে আরাকান আর্মির অপহরণ-চক্র: ২৩ দিনে ৬৯ জেলে, প্রশ্ন উঠছে ‘কঠোর বার্তা’র রাজশাহীতে উদ্বোধন হলো ৩০তম আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৫ পটুয়াখালীতে কিশোর গ্যাং চক্রের ৪ সদস্য গ্রেফতার, অবৈধ অর্থ আদায়ের অভিযোগ রাঙ্গাবালীর সোনারচরে ফিশিং ট্রলার ডুবি, ১৪ মাঝিমাল্লা জীবিত উদ্ধার ছুটির চতুর্থ দিনেও কুয়াকাটায় পর্যটক-উচ্ছাস, শতভাগ হোটেল বুকিং তরমুজবাহী ট্রলার ডাকাতি মামলার ‘প্রধান সরদার’ কামাল গ্রেফতার

ভোলায় বিয়ের শাড়ি নিয়ে সংঘর্ষ: বরসহ আহত ১৫, পণ্ড হলো বিয়ের অনুষ্ঠান

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

 

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের শেরে বাংলা গ্রামে বিয়ের নববধূর জন্য আনা শাড়ি পছন্দ না হওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বরসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত ছয়জনকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ফলে বিয়ের অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।

এ ঘটনা ঘটে দুপুরে মধ্যাহ্নভোজের সময়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের পূর্ব চরকালি গ্রামের মো. আবুর ছেলে মো. সজিব (২৬) কেরানীগঞ্জের একটি ফ্যাক্টরিতে চাকরি করেন। এক বছর আগে তার বিয়ে হয় ভেদুরিয়া ইউনিয়নের শেরে বাংলা গ্রামের শাহাবুদ্দিনের মেয়ে রিপার সঙ্গে। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার আনুষ্ঠানিকভাবে নববধূকে তুলে নিতে শাড়ি, প্রসাধনীসহ অন্যান্য সামগ্রী নিয়ে শ্বশুরবাড়িতে আসেন বর পক্ষ।

এ সময় বর পক্ষের আনা শাড়ি ও প্রসাধনী নিয়ে কনে পক্ষের নারীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এ নিয়ে বর সজিবের বড় ভাইয়ের সঙ্গে কনে পক্ষের এক আত্মীয়ের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে বর, নারী ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হন।

বর পক্ষের অভিযোগ, কনে পক্ষের লোকজন পরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালায় এবং মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। এতে বর সজিব, জাহিদ, অন্তু, মো. সোহেল, ফাতেমা ও ময়না গুরুতর আহত হন এবং হাসপাতালে ভর্তি করা হয়।

অন্যদিকে কনে পক্ষের দাবি, বর পক্ষ নববধূর জন্য পুরাতন ও নিম্নমানের শাড়ি এবং সাজসজ্জার সামগ্রী নিয়ে আসে, যা নিয়ে প্রথমে কনে পক্ষের নারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে বর পক্ষের লোকজন রূঢ় আচরণ করলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় বর পক্ষের কয়েকজন বিয়ে বাড়ির প্যান্ডেলের চেয়ার-টেবিল, গ্লাস-প্লেট ভাঙচুর করে এবং মধ্যাহ্নভোজের খাবার ফেলে দেয়।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু শাহাদাৎ মো. হাছনাইন পারভেজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট