1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
শ্রীমঙ্গলে বিপুল পবিমান চোরাই ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ মৌলভীবাজার-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহারে বাঁধায় অবরুদ্ধ মৌলভীবাজারে ৫৫৪টি ভোটকেন্দ্রে নিরাপত্তায় “বডি অন”ক্যামেরার ব্যবহার ভোলায় তেলজাতীয় ফসলের উৎপাদন বাড়াতে মাঠ দিবস ও কারিগরি আলোচনা ভোলায় পোস্টাল ব্যালটে ভোটার ১৪ হাজার ছাড়াল, চার আসনেই প্রস্তুতি সম্পন্ন জলঢাকায় দৈনিক জনবানী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলা কালেক্টরেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ‘১ বক্স নীতি’ বাস্তবায়ন ব্যর্থতার দায় জামায়াতের অতিরিক্ত রাজনৈতিক উচ্চাভিলাষ: ইসলামী আন্দোলন বাংলাদেশ জলবায়ু ঝুঁকির মাঝেও ভোলায় আশার নতুন ঠিকানা ১ বক্স নীতি ভেস্তে যাওয়ার পেছনে পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ; ভোলা-৪ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থীর সংবাদ সম্মেলন

🌍 গতকালের বিশ্বসংবাদ: ৪ জুন ২০২৫

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

 

🔥 মধ্যপ্রাচ্য নিয়ে উত্তেজনা: জাতিসংঘ প্রস্তাব প্রত্যাখ্যান করলো যুক্তরাষ্ট্র, কড়া অবস্থানে ইরান

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষিতে, যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। হোয়াইট হাউজের মতে, প্রস্তাবটিতে হামাসকে যথাযথভাবে নিন্দা করা হয়নি এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চয়তা যথাযথভাবে তুলে ধরা হয়নি। একই দিনে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই যুক্তরাষ্ট্রের পরমাণু প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, জানিয়ে দেন যে নিজ দেশে ইউরেনিয়াম সমৃদ্ধ করাই তাদের ‘রেড লাইন’। এদিকে, তেহরানে আইএসআইএস সংশ্লিষ্ট একটি চক্র ধরা পড়েছে বলে জানিয়েছে ইরানি প্রশাসন।

💹 অর্থনীতি: যুক্তরাষ্ট্রে শেয়ারবাজারে মিশ্র প্রবণতা, ইউরোজোনে মূল্যস্ফীতি কমে ১.৯ শতাংশ

৪ জুনে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার (S&P 500 ও Nasdaq) কিছুটা ইতিবাচক প্রবণতা দেখালেও, ট্রেড ট্যারিফ সংক্রান্ত অনিশ্চয়তায় ব্যবসা প্রতিষ্ঠানগুলো সতর্ক অবস্থানে রয়েছে। ফেডারেল রিজার্ভের বস্টন জেলার “বেইজ বুক” অনুযায়ী, ব্যবসা-বাণিজ্যে সামান্য মন্থরতা দেখা যাচ্ছে এবং নতুন কর্মসংস্থানও সীমিত।

অন্যদিকে ইউরোপের অর্থনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ইউরোজোনের মে মাসের মূল্যস্ফীতি কমে এসেছে ১.৯ শতাংশে, যা ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ECB) ২% লক্ষ্যমাত্রার নিচে। এতে করে সুদ কমানোর সম্ভাবনা জোরালো হয়েছে।

🌐 ভূরাজনীতি: চীন-বেলারুশ কৌশলগত সম্পর্ক জোরদার

বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বৈঠক করেছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। বৈঠকে উভয় নেতা বহুপাক্ষিক সহযোগিতা ও জাতিসংঘ এবং সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)-এ অংশীদারিত্ব জোরদারের আহ্বান জানান। তারা বৈশ্বিক “হেজেমনি ও দাদাগিরির” বিরুদ্ধে একসাথে অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দেন।

🇺🇸 যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি: ট্রাম্প প্রশাসনের বিলের বিরুদ্ধে সরব ইলন মাস্ক, নতুন ট্যারিফ ঘোষণা

যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসন অ্যালুমিনিয়াম ও স্টিলের উপর দ্বিগুণ ট্যারিফ আরোপের ঘোষণা দিয়েছে। পাশাপাশি জরুরি গর্ভপাত সংক্রান্ত হাসপাতালের গাইডলাইন বাতিল করেছে হোয়াইট হাউজ। এই নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন ইলন মাস্ক, যিনি একটি বিতর্কিত বিলের বিরুদ্ধে তার অনুগামীদের সোশ্যাল মিডিয়ায় “Kill The Bill” স্লোগানে উদ্বুদ্ধ করেন।

এছাড়া, কানাডার দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্যে বাতাসের মান বিপজ্জনক হয়ে পড়েছে।

🖥️ প্রযুক্তি: সাইবার নিরাপত্তা ও AI নিয়ে জোরালো আলোচনা

প্রযুক্তি জগতে ৪ জুনে গুরুত্ব পেয়েছে সরকারি পর্যায়ে ‘Zero Trust’ ভিত্তিক সাইবার নিরাপত্তা পরিকল্পনা। বিভিন্ন সরকারি সেমিনারে AI দ্বারা চালিত প্রতিরক্ষা ব্যবস্থা ও কোয়ান্টাম-রেজিলিয়েন্ট এনক্রিপশন নিয়ে আলোচনা হয়।

এছাড়া Reddit প্রতিষ্ঠান একটি AI স্টার্টআপ (Anthropic)-এর বিরুদ্ধে ডেটা চুরি ও অনুমতি ছাড়া ব্যবহার করার অভিযোগে মামলা দায়ের করেছে। এদিকে, যুক্তরাষ্ট্রে চিপ উৎপাদনে নতুন বিনিয়োগ এবং সেমিকন্ডাক্টর খাতে চাহিদা পুনরুদ্ধারের লক্ষণ দেখা যাচ্ছে।

🎭 সাংস্কৃতিক প্রসঙ্গ: শিশুদের প্রতি সহিংসতা বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

৪ জুন পালিত হয়েছে “International Day of Innocent Children Victims of Aggression”—যেখানে শিশুদের উপর সংঘটিত সহিংসতার বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়।

এছাড়াও পালিত হয়েছে National Cheese Day, Global Running DayNational Cognac Day-এর মতো দিন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ছোট বড় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পারফরম্যান্স আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়েছে।


মধ্যপ্রাচ্য সংকট, যুক্তরাষ্ট্র-ইরান বিরোধ, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও প্রযুক্তি খাতে AI এবং নিরাপত্তা ইস্যু—এইগুলোই ছিল ৪ জুন ২০২৫-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট