1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
মুসলিম ব্লকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল চীনের ছোট ব্যাঙ্কগুলোর একীভূতকরণ খাতকে সংকুচিত করছে কিন্তু আর্থিক ঝুঁকি বাড়িয়ে তুলছে কুলাউড়া,বড়লেখা,জুড়ী উপজেলা নির্বাচন অফিসের ডাটাএন্ট্রি অপারেটরদের কর্মবিরতি কক্সবাজার কৃষক হত্যা মামলার পলাতক প্রধান আসামি পটুয়াখালীতে গ্রেফতার আগুনের লেলিহান শিখায় ছোট্ট ১ বছরের রায়হান দগ্ধ হয়ে মৃত্যু দীর্ঘ ৩০ বছর পর মসজিদের দখলকৃত জমি উদ্ধার ও সীমানা নির্ধারণ ১৩ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার এডভোকেট জিয়াকে আহ্বায়ক ও শরিফকে সদস্য সচিব করে ভোলা জেলা এনসিপি’র ৭৪ সদস্য আহ্বায়ক কমিটি মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত কুলাউড়ায় ওয়াকফকৃত পুকুরে মাটি ভরাটের চেষ্টা; ইউএনও হস্তক্ষেপে বন্ধ

ভোলায় এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ২৩ হাজার ৭০০ পরীক্ষার্থী

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

সারাদেশের মতো ভোলাতেও শুরু হতে যাচ্ছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এ বছর জেলার মোট ২৩ হাজার ৭০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ১৪ হাজার ৬৭৮ জন, দাখিল পরীক্ষার্থী ৭ হাজার ৭৪৫ জন এবং ভোকেশনাল শাখায় ১ হাজার ২৭৭ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টা থেকে জেলার ৪৯টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হবে। এর মধ্যে মাধ্যমিক পর্যায়ে কেন্দ্র রয়েছে ২৬টি, দাখিলের জন্য ১৫টি এবং ভোকেশনালের জন্য ৮টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

জেলা শিক্ষা অফিস জানিয়েছে, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ লক্ষ্যে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে গঠন করা হয়েছে ভিজিলেন্স টিম এবং পরীক্ষাকেন্দ্রগুলোতে প্রশাসনিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ভোলা জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) খন্দকার ফজলে গোফরান বলেন, “আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য প্রস্তুত। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য কঠোর নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে।”

উল্লেখ্য, গত বছরের তুলনায় এ বছর ভোলায় পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ২ হাজার ২৮৪ জন। গত বছর মোট পরীক্ষার্থী ছিল ২১ হাজার ৪১৬ জন। এর মধ্যে এ বছর এসএসসিতে বেড়েছে ৬৮২ জন, দাখিলে বেড়েছে ১ হাজার ৩৩৬ জন এবং ভোকেশনালে বেড়েছে ২৬৬ জন।

তিন বিভাগেই প্রথমদিন অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট