গাজায় সাধারণ জনগণের ওপর চলমান গণহত্যার প্রতিবাদে পটুয়াখালীর দুমকিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘দুমকি উপজেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ডুসা)’ এবং সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এ কর্মসূচি সোমবার (৮ মার্চ) সকাল ১১টায় দুমকি নতুনবাজার এলাকায় আল মামুন সুপার মার্কেটের সামনে অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে নতুনবাজারে ডুসা সভাপতি সাফায়েত হোসেন সাগরের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ডুসা সদস্য রায়হান, ইমতিয়াজ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দুমকি উপজেলা সভাপতি মাসুদুর রহমান, ছাত্র প্রতিনিধি দুর্জয়, আমিনুল ইসলাম এবং উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি খালিদ হাসান মিলু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দুমকি উপজেলা শাখার সাবেক সভাপতি হাফেজ বাকিবিল্লাহ।
বক্তারা গাজায় নিরীহ মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর পদক্ষেপ কামনা করেন। একইসঙ্গে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহকে ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।