1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২১৩ জন তুরস্কের তেকিরদাগে খরার কারণে জলাধার শূন্য, জরুরি পানি সীমাবদ্ধতা জারি এআই মানুষের বেশিরভাগ কাজ প্রতিস্থাপন করবে, কিন্তু তারপর কী? যুক্তরাজ্যের অফিস স্পেস প্রদানকারী আইডব্লিউজি’র বার্ষিক মুনাফা পূর্বাভাসের নিম্ন প্রান্তে চীনের জানুয়ারি-জুলাইয়ে রাজস্ব আয় ০.১% বৃদ্ধি পেয়েছে পটুয়াখালীতে বর্ণিল আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দশমিনায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু পবিপ্রবিতে কোটি টাকার লোন কেলেঙ্কারি, দুদকের অভিযান কসমেটিকস পণ্যের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি: ভোক্তাদের ভোগান্তি, ব্যবসায়ীদের ক্ষোভ পবিপ্রবিতে কম্বাইন্ড ডিগ্রি আন্দোলন সমাধানে কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংবাদ প্রকাশের পর সাংবাদিককে হত্যার হুমকি, থানায় অভিযোগ

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

 

পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণ ও লুটপাটের অভিযোগে মামলা দায়েরের পর এ বিষয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক মোঃ মোস্তাফিজুর রহমানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন।

গত ৩১ মার্চ এটিএন নিউজ এবং দৈনিক যুগান্তর পত্রিকায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হলে বিষয়টি আলোচনায় আসে। সাংবাদিক মোস্তাফিজুর রহমান জানান, সংবাদ প্রকাশের পর ২ এপ্রিল বিকেলে বদরপুর ইউনিয়নের মিঠাপুর সুইচগেট বাজারে প্রকাশ্যে তাকে হত্যার হুমকি দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল, তার ভাই লোকমান ও গ্রাম পুলিশ ইলিয়াস। তারা হুমকি দিয়ে বলেন, “সাংবাদিক মোস্তাক নিউজ করেছে, ওর হাত পা কেটে হত্যা করা হবে।”

সাংবাদিক মোস্তাফিজুর রহমান আরও জানান, হুমকির প্রমাণ হিসেবে তার কাছে একাধিক ডকুমেন্ট রয়েছে। তিনি জীবনের নিরাপত্তার জন্য পটুয়াখালী সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এদিকে, সংবাদ প্রকাশের পর ভুক্তভোগী পরিবারের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, যা নিয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মদ জানান, সাংবাদিক মোস্তাফিজুর রহমানকে হত্যার হুমকি দেওয়ার বিষয়ে অভিযোগ গ্রহণ করা হয়েছে। তিনি আশ্বাস দেন, দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট