1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলা সদর উপজেলার শিক্ষা উন্নয়ন কর্মপরিকল্পনা নিয়ে পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত পটুয়াখালীতে ট্রলার মাঝি হত্যার মামলায় পলাতক প্রধান অভিযুক্ত সোহেল ফকির গ্রেফতার পরীক্ষার হলে ফোন নিয়ে প্রবেশে শিক্ষার্থীকে আটক করায় শিক্ষককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা কুলাউড়ায় ভারতীয় ৩ লাখ টাকার সিগারেট জব্দ কমলগঞ্জে প্রভাবশালীর বাঁধায় চলাচলের রাস্তাটি প্রতিবন্ধকতার অভিযোগ ভিয়েতনামে Xbox উৎপাদনে সম্প্রসারণের পরিকল্পনা ফক্সকনের রুপি ৯০ ছাড়িয়ে পতন, মার্কিন শুল্ক ও বিনিয়োগ বহিঃপ্রবাহে চাপ ফিউজলেজ প্যানেলে ত্রুটি: ৬২৮টি এয়ারবাস A৩২০ পরিদর্শনের মুখে ১৯ দেশের নাগরিকদের অভিবাসন আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন ব্ল্যাকরক দীর্ঘমেয়াদী ট্রেজারিগুলোতে মতামত পরিবর্তন করল, এআই অর্থায়নের ঢেউয়ে ঋণ খরচ বৃদ্ধির আশঙ্কা

জলঢাকায় বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি।

জসিনুর রহমান নীলফামারী:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

নীলফামারীর জলঢাকায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে নীলফামারীর জলঢাকা পৌর শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা চলবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জায়িদ ইমরুল মোজাক্কিন এ আদেশ জারি করেছেন।

স্থানীয় সূত্র জানায়, বিএনপির একটি অংশ ‘জাতীয়তাবাদী শক্তি’ ব্যানারে জলঢাকা সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ঈদের দিন বিকেল থেকে পাঁচ দিনের ঈদ আনন্দমেলার আয়োজন করে। মেলার আয়োজকদের অভিযোগ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মইনুল ইসলামের নেতৃত্বে মেলা কমিটির আহ্বায়ক ও জলঢাকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আলমগীর হোসেন, জলঢাকা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাকিল মোল্লা সহ মেলা কমিটির অন্যদের ওপর হামলা ও মেলায় ভাঙচুর চালানো হয়।

এ ঘটনার প্রতিবাদে আজ সকাল ১০টায় থানার মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের ডাক দেয় মেলা আয়োজক কমিটি। অন্যদিকে ‘জাতীয়তাবাদী শক্তির’ ব্যানারে মেলার নামে চাঁদাবাজি ও অপকর্মের প্রতিবাদে একই সময়ে সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে সমাবেশের ঘোষণা দেয় উপজেলা ও পৌর বিএনপি। এতে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জেলা বিএনপির সহসভাপতি আহমেদ সাঈদ চৌধুরী বলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আলমগীর হোসেন ও তাঁর অনুসারীরা দলীয় নেতাদের না জানিয়ে মেলার আয়োজন করেন। এর জেরে গতকাল সোমবার রাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মইনুল ইসলামের নেতৃত্বে মেলার মেইন ফটক ভেঙে দেওয়া হয়। এ ঘটনার পর আজ উভয় পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করলে পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়, জলঢাকা পেট্রলপাম্প এলাকা ও জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠসহ বিভিন্ন স্থানে একাধিক পক্ষ সভা-সমাবেশ আহ্বান করায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, এ সময় সব প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, দেশীয় অস্ত্র বহন, মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে চলাফেরা, সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট