ঈদের আনন্দে উপচে পড়া ভিড় ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ছৈলারচর পর্যটনকেন্দ্রে, তিল ধারনের ঠাই নেই এই বিনোদন কেন্দ্রে।
ঘুরতে আসা মানুষের বাধ ভাঙ্গা উচ্ছ্বাস যেমন ছিল।
তার সাথে কিছু অভিযোগ ও তুলে ধরেন তারা।
দশণার্থীদের অনুরোধ করেছেন ,
যেন কাঠালিয়া সদর উপজেলা প্রশাসন,
আইন শৃঙ্খলা ও সার্বিক কিছু উন্নতি করে দেন এই পর্যটন কেন্দ্রের,
যাতে তারা আগামী কুরবানির ঈদ টি পরিবার পরিজন নিয়ে আনন্দের সাথে কাটাতে পারে।