1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলার বোরহানউদ্দিনে আধুনিক স্বাস্থ্যসম্মত গরু-ছাগলের হাট খুশি ক্রেতা-বিক্রেতা মনপুরায় জেলেদের জিম্মি করে চাঁদাবাজি: যুবদলের সাবেক নেতা গ্রেপ্তার সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন নুরুল হক নুর হেফাজত আমিরের আহ্বান: আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট দেবেন না নাফ নদে আরাকান আর্মির অপহরণ-চক্র: ২৩ দিনে ৬৯ জেলে, প্রশ্ন উঠছে ‘কঠোর বার্তা’র রাজশাহীতে উদ্বোধন হলো ৩০তম আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৫ পটুয়াখালীতে কিশোর গ্যাং চক্রের ৪ সদস্য গ্রেফতার, অবৈধ অর্থ আদায়ের অভিযোগ রাঙ্গাবালীর সোনারচরে ফিশিং ট্রলার ডুবি, ১৪ মাঝিমাল্লা জীবিত উদ্ধার ছুটির চতুর্থ দিনেও কুয়াকাটায় পর্যটক-উচ্ছাস, শতভাগ হোটেল বুকিং তরমুজবাহী ট্রলার ডাকাতি মামলার ‘প্রধান সরদার’ কামাল গ্রেফতার

গাজায় ইসরায়েলি হামলা ও ভারতে মুসলমানদের হত্যার প্রতিবাদ ভোলায় বিক্ষোভ মিছিল

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

 

গাজায় ইসরায়েলি বাহিনীর নজিরবিহীন হামলা এবং ভারতে মুসলমানদের নির্বিচারে হত্যার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ (তারিখ) বাদ যোহর ভোলা শহরের হাটখোলা জামে মসজিদের সামনে থেকে ইসলামি আন্দোলন বাংলাদেশ, ভোলা জেলা উত্তর শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।

বিক্ষোভ মিছিলটি হাটখোলা জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ফিলিস্তিন ও ভারতের মুসলমানদের উপর চলমান নিপীড়নের বিরুদ্ধে স্লোগান দেন এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিক্ষোভে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ, ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজি, সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম তারেকসহ বিভিন্ন আলেম-ওলামা ও স্থানীয় জনগণ। বক্তারা ইসরায়েলি হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বিশ্ব মুসলিম সম্প্রদায়কে ফিলিস্তিনের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি, ভারতে মুসলমানদের উপর নির্যাতন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

আন্দোলনের নেতারা বলেন, “ফিলিস্তিনে নারী-শিশুসহ নিরীহ মানুষের ওপর যে বর্বর হামলা চালানো হচ্ছে, তা মানবাধিকারের চরম লঙ্ঘন। আমরা বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই, যেন তারা অবিলম্বে ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।”

এছাড়াও বক্তারা ভারতের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারসহ আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেন। তারা জানান, মুসলমানদের উপর অন্যায়-অবিচার কোনোভাবেই সহ্য করা হবে না এবং তাদের ন্যায্য অধিকার রক্ষার জন্য সর্বাত্মক আন্দোলন গড়ে তোলা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট