1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলা সদর উপজেলার শিক্ষা উন্নয়ন কর্মপরিকল্পনা নিয়ে পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত পটুয়াখালীতে ট্রলার মাঝি হত্যার মামলায় পলাতক প্রধান অভিযুক্ত সোহেল ফকির গ্রেফতার পরীক্ষার হলে ফোন নিয়ে প্রবেশে শিক্ষার্থীকে আটক করায় শিক্ষককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা কুলাউড়ায় ভারতীয় ৩ লাখ টাকার সিগারেট জব্দ কমলগঞ্জে প্রভাবশালীর বাঁধায় চলাচলের রাস্তাটি প্রতিবন্ধকতার অভিযোগ ভিয়েতনামে Xbox উৎপাদনে সম্প্রসারণের পরিকল্পনা ফক্সকনের রুপি ৯০ ছাড়িয়ে পতন, মার্কিন শুল্ক ও বিনিয়োগ বহিঃপ্রবাহে চাপ ফিউজলেজ প্যানেলে ত্রুটি: ৬২৮টি এয়ারবাস A৩২০ পরিদর্শনের মুখে ১৯ দেশের নাগরিকদের অভিবাসন আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন ব্ল্যাকরক দীর্ঘমেয়াদী ট্রেজারিগুলোতে মতামত পরিবর্তন করল, এআই অর্থায়নের ঢেউয়ে ঋণ খরচ বৃদ্ধির আশঙ্কা

ভোলায় লালমোহনে নিজের জমি ভোগ দখল করতে গিয়ে সন্ত্রাসী হামলায় আহত দিনমজুর

ভোলা প্রতিনিধি।।
  • প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

 

ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের চর টিটিয়া ৫নং ওয়ার্ডে নিজের জমি ভোগ দখল করতে গিয়ে দীর্ঘদিন যাবৎ নানা ধরনের জুলুম নির্যাতনের শিকার হচ্ছেন এক দিন মজুর। হাসপাতালে ভর্তি ভূক্তভোগীদের অভিযোগ সূত্রে জানাগেছে, ওই এলাকার মৃত শাহাদাত আলীর ছেলে মোঃ ফিরোজ চর টিটিয়ায় পৈত্রিক ও ক্রয় সূত্রে জমির মালিক হয়। কিন্তু সে জীবিকার তাগিদে প্রায় ৩০ বছর যাবৎ ঢাকায় থাকার কারণে ওই জমিগুলো ভোগ দখল করতে পারেনি। এ সুযোগে ওই এলাকার ভূমিদস্যু ও সন্ত্রাসী চক্রের মূল হোতা জয়নাল আবদীনের ছেলে জাফর ইকবালের লোলুপ দৃষ্টি পরে ফিরোজের জমির দিকে। ফিরোজ দীর্ঘ বছর পর ঢাকা থেকে নিজ এলাকায় এসে দেখে তার সম্পত্তিগুলোর বেশীর ভাগই জোর পূর্বক সন্ত্রাসী জাফর ইকবাল জবর দখলে নিয়ে গেছে। এর প্রতিকারের জন্য দিনমজুর ফিরোজ এলাকার গন্যমান্যদের পেছনে পেছনে দীর্ঘদিন যাবৎ দৌড়ঝাপ করলেও তার ভাগ্যে কোন প্রকার সুফল মেলেনি। সন্ত্রাসী জাফর ইকবাল ফিরোজের সকল জমিগুলো জবর দখল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রের জাল বুনতে থাকে। এমনকি জাফর ইকবাল ফিরোজ ও তার পরিবারকে এলাকা ছাড়া করার জন্য একাধিকবার তার উপর হামলা চালায়। স্থানীয় সূত্রে জানাগেছে, জাফর ইকবালের ঘরের পেছনের জমির মালিক ফিরোজ। অন্যদিকে ফিরোজের ঘরের পেছনের জমির মালিক অন্য লোক। গত কয়েকদিন যাবৎ ফিরোজ তার বাথরুম বানানোর জন্য তার প্রকৃত জমিতে মাটি কেটে সেফটি ট্যাংকি নির্মান কাজ শুরু করে। এ দৃশ্য  দেখে তেলে বেগুনে জলে ওঠে অভিযুক্ত জাফর ইকবাল। ১৮মার্চ সকাল সারে ৭টার দিকে ফিরোজের বাথরুমের কাজ বন্ধ করার জন্য জাফর ইকবাল হুমকি দিতে থাকে। এসময়ে উভয়ের বাকবিতন্ডের এক পর্যায় জাফর ইকবাল ও তার স্ত্রী রুবিনা বেগম ফিরোজ ও তার স্ত্রী মায়া বেগমের উপর হামলা চালিয়ে তাদেরকে গুরুতর জখম করে। পরে স্থানীয়ারা তাদের উদ্ধার করে প্রথমে লালমোহন হাসপাতালে ভর্তি করেণ। পরে কর্তব্যরত ডাক্তার তাদের অবস্থার অবনতি দেখে ভোলা সদর হাসপাতালে রেফার করেণ। বর্তমানে তারা ভোলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন । এ ব্যাপারে মামলা প্রস্তুতি চলছে। এমতাবস্থায় তদন্ত সাপেক্ষে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেণ, দিনমজুর ফিরোজ ও তার পরিবার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট