1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১১:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
প্রাণিসম্পদ উন্নয়নে আন্তঃদেশীয় সহযোগিতার নতুন অধ্যায় পাকিস্তানে জিজেইউএস প্রতিনিধি দলের সফর ভোলায় বোরো ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা ভোলায় যৌথ বাহিনীর অভিযানে ৬টি হাতবোমা ও ৫টি দেশীয় অস্ত্রসহ আটক -১ চরফ্যাশনের বিচ্ছিন্ন দ্বীপে অর্থনীতি ও পর্যটনে নতুন দিগন্ত এমপিও নামক সোনার হরিন কি আদৌ মিলবে? ভোলায় বাস ও সিএনজি শ্রমিকদের দ্বন্দ্বে আবারও অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ নীলফামারীর কিশোরগঞ্জে অস্ত্রসহ কথিত এক ভূয়া সমন্বয়ক গ্রেফতার ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত। ভোলায় মা ও শিশু স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন জলঢাকায় প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে বিক্ষোভ ওস্মারক লিপি প্রদান ও অবস্থান কর্মসূচি

চরফ্যাশনে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে প্রতিপক্ষের বসত বাড়ির বিল্ডিং ভাঙচুর!

ভোলা প্রতিনিধি।।
  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

 

ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাটে মসজিদের মাইকে ঘোষণা পর প্রতিপক্ষের বসত বাড়ির বিল্ডিং ভেকু দিয়ে ভাংচুর করার অভিযোগ উঠেছে স্হানীয় আওয়ামীলীগ নেতা মো: ফয়েজ, যুবদল নেতা নয়ন ও হাবিবের বিরুদ্ধে।
গত ৭ মার্চ রাত ১০টায় দুলার হাট ঈদগাহ জামে মসজিদ সংলগ্ন নিজামুদ্দিন, ও মাইনুদ্দিন এর বসতবাড়িতে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগীর ভাই মো: নুরুল আমিন শাহের দুলার হাট থানায় করা মামলা সূত্রে জানা গেছে,পৈত্রিক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ২৮ শতাংশ সম্পত্তির চর তোফাজ্জল মৌজার বি এস খতিয়ান নং ৬৭৬ দাগ নং ৪২১২ । উক্ত জমিতে দীর্ঘদিন ধরে বসতে বাড়ি বিল্ডিং ও দোকান নির্মাণ করে বসবাস করে আসছেন তার ভাইয়েরা। গত কয়েক দিন আগে দুলার হাট ঈদগাঁ মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ফয়েজ, নয়ন ও হাবিব আমাদের বসত বাড়ির ও দোকানের জমি মসজিদের সম্পত্তি বলে দাবি করে তা ভেঙ্গে ফেলার হুমকি প্রদান করেন। ঘটনার পরিপেক্ষিতে আমি ন্যায় বিচারের স্বার্থে বিজ্ঞ সিনিয়র জজ আদালত চরফ্যাশনে দে: মামলা নং:১৬০/২০১৫ দায়ের করি। আদালত উক্ত জমিতে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ ও আসামি ফয়েজকে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করে। আদালতে মামলা ও নিষেধাজ্ঞা প্রদান করায় আসামীগন ক্ষুব্ধ হয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শাহানা কনস্ট্রাকশনের ভেকু ব্যবহার করে আমার ভাই,নিজামুদ্দিন, ও মাইনুদ্দিন এর নির্মাণাধীন বিল্ডিং এর বাউন্ডারির ওয়াল সহ ১তলা বিশিষ্ট ২টি পাকা বিল্ডিং ৩টি আধা পাকা টিন সেট ঘর ভাঙচুর করে। যার ক্ষতির পরিমাণ অনুমানিক ১ কোটি ১০ লক্ষ টাকা। ভাংচুরে কার্যক্রমে বাধা প্রদান করলে আরজু বেগম সাইফুল ইসলাম কে বেধড়ক মারধর করে।
নুরুল আমিন শাহ আরও বলেন, ভাই ও তাদের পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে আমি দুলার হাট থানায় মামলা দায়ের করি, মামলা নং ০১ তাং ০৯/০৩/২০২৫।

এব্যাপারে প্রাক্তন ইউপি সদস্য দুলারহাট কেন্দ্রীয় ঈদগাঁ ও মসজিদ প্রতিষ্ঠাতা সদস্য আবদুস সালাম বলেন,নুরুল আমিন শাহের ভাইদের বাড়ির সেখানে মসজিদের কোন জমি নেই।বাড়িটি ভেকু দিয়ে ভাংচুর করা ঠিক হয়নি,অন্যায় করা হয়েছে।

বর্তমান মসজিদ কমিটির ক্যশিয়ার মোঃ ফিরোজ বলেন, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো: ফয়েজ মাইকে ঘোষণা দিয়ে ওই বাড়িট ভাংচুর করেছেন,এটি ঠিক হয়নি।এছাড়া উক্ত জমিতে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে।

বর্তমান দুলার হাট ঈদগাঁ জামে মসজিদ কমিটির সহ সেক্রেটারি অভিযুক্ত হাবীব বলেন,বসত বাড়ির বিল্ডিং ভেকু দিয়ে ভাংচুরের সময়, আমি এখানে ছিলাম না।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো: ফয়েজ বলেন, বিল্ডিং অবৈধ ভাবে মসজিদের জায়গা নির্মিত হয়েছে, যার কারণে মুসল্লীগণ সেটি ভেঙে দিয়েছে।

ওই মসজিদের মুসল্লী চরফ্যাশন পৌর যুবদলের সদস্য সচিব রাশেদুল ইসলাম নয়ন বলেন, নিজামুদ্দিন ও মাইনুদ্দিন ভূয়া কাগজ তৈরি করে দীর্ঘদিন মসজিদের জমিতে বিল্ডিং নির্মাণ করে বসবাস করছে। তাদের ফয়সালা করতে বারবার বলার পরও বসাবসিতে রাজি হয়নি।ফলে ১ থেক দেড় হাজার মুসল্লী একত্র হয়ে জমি উদ্ধারে এগিয়ে আসছে। আমরা কোন অন্যায় করিনাই।ঈমানী দায়িত্ব পালন করছি মাত্র।
এ ব্যাপারে দুলার হাট থানার ওসি আরিফ ইফতেখার জানান, ভূক্তভোগীদের পক্ষ থেকে মামলা নেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট