1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
মুসলিম ব্লকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল চীনের ছোট ব্যাঙ্কগুলোর একীভূতকরণ খাতকে সংকুচিত করছে কিন্তু আর্থিক ঝুঁকি বাড়িয়ে তুলছে কুলাউড়া,বড়লেখা,জুড়ী উপজেলা নির্বাচন অফিসের ডাটাএন্ট্রি অপারেটরদের কর্মবিরতি কক্সবাজার কৃষক হত্যা মামলার পলাতক প্রধান আসামি পটুয়াখালীতে গ্রেফতার আগুনের লেলিহান শিখায় ছোট্ট ১ বছরের রায়হান দগ্ধ হয়ে মৃত্যু দীর্ঘ ৩০ বছর পর মসজিদের দখলকৃত জমি উদ্ধার ও সীমানা নির্ধারণ ১৩ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার এডভোকেট জিয়াকে আহ্বায়ক ও শরিফকে সদস্য সচিব করে ভোলা জেলা এনসিপি’র ৭৪ সদস্য আহ্বায়ক কমিটি মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত কুলাউড়ায় ওয়াকফকৃত পুকুরে মাটি ভরাটের চেষ্টা; ইউএনও হস্তক্ষেপে বন্ধ

জলঢাকায় মামলার বাদীর বসত বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ।

জসিনুর রহমান নীলফামারী জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

নীলফামারীর জলঢাকায় হত্যা চেষ্টা মামলার দুইজন আসামী আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে, বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাদের দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ইহাতে ওই মামলার অন্য আসামিরা ১নং আসামী আবু মাসুদ খান ও ৭ নং আসামী মাহাফুজার রহমান কালার হুকুমে ক্ষিপ্ত হয়ে আদালত চত্বরেই মামলার বাদীকে ভয়ভীতি প্রদর্শন করে ও হুমকি দেন এবং মামলার বাদী নীলফামারী আদালত চত্বরে থাকার সুযোগকে কাজে লাগিয়ে, অন্যান্য আসামীরা ক্ষিপ্ত হয়ে বাড়ি ফিরে এসে বাদীর ফাঁকা বাড়িতে ব্যাপক ভাংচুর চালায়। এক পর্যায়ে তারা সিমেন্টের পিলার দিয়ে তৈরি করা একটি টিনের ঘর ফিল্মীস্টাইলে গুড়িয়ে দেয়। আসামিরা বাদীর ঘরে প্রবেশ করে ট্রাংকে গচ্ছিত রাখা জমি বিক্রি করা ৪লাখ টাকা নিয়ে যায় বলে মামলার বাদী দাবি করেন। ওই ঘটনায় বাদী আবারও ৫ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত এজাহার দায়ের করেন।
সরেজমিন ও মামলা সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পাঠানপাড়া রাজধানী পাড়া গ্রামের মিজানুর রহমান খানের ছেলে হৃদয় খান (২৫) কে গত ২সেপ্টেম্বর/২৪, বিকালে তার আপন চাচা আবু মাসুদ খান, দুইজন নারীসহ ১০/১৫ জন হৃদয় খানের পাঠানপাড়া ফকির পাড়ার জমিতে অনধিকার প্রবেশ করিয়া তাকে খুন/হত্যা করার উদ্দেশ্যে মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়িভাবে কোপাইয়া গুরুতর রক্তাক্ত কাটা জখন করে চলে যায়। ঘটনার দিনই হৃদয় খান বাদী হয়ে আবু মাসুদ (৪২) সহ ১০জনের নাম উল্লেখ করে এবং আরও ৪/৫ জনকে অজ্ঞাত আসামী করে জলঢাকা থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। যাহার মামলা নং ২৪২/২৪। পুলিশ তদন্ত শেষে ঘটনার সাথে সম্পৃক্ত থাকায়, মামলার এজাহারে উল্লেখিত সকল আসামীর নাম উল্লেখ করে আদালতে চার্জশিট দাখিল করেন। বর্তমান মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।
গত ২৬ ফেব্রুয়ারি/২৫, বুধবার মামলায় চার্জশিট ভুক্ত ১নং আসামি আবু মাসুদ ও ৭ নং আসামি মাহফুজার রহমান কালা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে, আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।
আদালত থেকেই শুরু হয় বাদীসহ তার পরিবারের লোকজনকে হুমকি দেয়া এবং বাড়ি ঘরে হামলা ভাংচুরের পরিকল্পনা করে অন্যান্য আসামীরা।
মামলার বাদী হৃদয় খানের বাবা মিজানুর রহমান খান জানান, বিদায়ী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ওয়ার্ড সদস্য ছিল আবু মাসুদ খান। তার দাপটের কারণে পৈতৃক ভিটা রাজধানী পাড়ার বাড়ি যাতায়াত রাস্তা বন্ধ করে দেয় এই আবু মাসুদ খান। তার দাপটে এলাকার মানুষ অতিষ্ঠ। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট