1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২১৩ জন তুরস্কের তেকিরদাগে খরার কারণে জলাধার শূন্য, জরুরি পানি সীমাবদ্ধতা জারি এআই মানুষের বেশিরভাগ কাজ প্রতিস্থাপন করবে, কিন্তু তারপর কী? যুক্তরাজ্যের অফিস স্পেস প্রদানকারী আইডব্লিউজি’র বার্ষিক মুনাফা পূর্বাভাসের নিম্ন প্রান্তে চীনের জানুয়ারি-জুলাইয়ে রাজস্ব আয় ০.১% বৃদ্ধি পেয়েছে পটুয়াখালীতে বর্ণিল আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দশমিনায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু পবিপ্রবিতে কোটি টাকার লোন কেলেঙ্কারি, দুদকের অভিযান কসমেটিকস পণ্যের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি: ভোক্তাদের ভোগান্তি, ব্যবসায়ীদের ক্ষোভ পবিপ্রবিতে কম্বাইন্ড ডিগ্রি আন্দোলন সমাধানে কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকায় লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহ গ্রেপ্তার এক জন।

মুহাম্মদ রাওফুল বরাত বাঁধন ঢালী। স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

 

লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লালমনিরহাট আওয়ামীলীগের খুব জনপ্রিয় মুখ , নেতা
আবু বক্কর সিদ্দিক শ্যামল এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য, কামরুল হাসানকে ঢাকায় গ্রেপ্তার করেছে লালমনিরহাট ডিবি পুলিশ। আজ বৃহস্পতিবার (২৭শে ফেব্ররুয়ারি ) দুপুরে এক ঘটিকায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।
এর আগে বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ- দুই ও ধানমন্ডি থানাধীন সোবাহানবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবু বক্কর সিদ্দিক শ্যামল (৪২) স্থানীয় আওয়ামীলীগের নেতা ও লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান । তিনি জেলার হাতীবান্ধা উপজেলার মধ্যগড্ডিমারী গ্রামের বীরমুক্তিযোদ্ধা মৃত আতিয়ার রহমানের ছেলে। এছাড়াও তিনি হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তার সাথে আটক অন্যজন হচ্ছেন, কামরুল হাসান (৩২) । তিনি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গোরপোতা গ্রামের ফজলুল হকের ছেলে। এছাড়াও তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য। আটক দুইজনেই জয় বাংলা সক্রিয় সদস্য।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, রংপুরে হত্যার চেষ্টার মামলাসহ একাধিক মামলার আসামি আবু বক্কর সিদ্দিক শ্যামল । শ্যামলের অন্যতম সহযোগী কামরুল। তারা আত্মগোপনে থেকে আওয়ামী সরকারকে পুনর্বাসনের লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম দ্বারা জনমত গড়ে তোলার চেষ্টা করছে বলে পুলিশের দাবি এছাড়াও দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছিলেন বলে তাদের দাবী । ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইউটিউব চ্যানেল ও জুম প্লাটফর্মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে বর্তমান ইউনুস সরকারকে উৎখাত করে সাবেক প্রধানমন্ত্রীকে দেশে এনে পুনরায় ক্ষমতায় বসানোর পরিকল্পনা করছে তারা পুলিশ সুত্রে জানা যায় । এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং সমর্থকদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপের সঙ্গে কথা বলছে এলাকায় তাদের কর্মী বাহিনীকে সংগঠিত করছে। লালমনিরহাট পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, ডিবি পুলিশের মাধ্যমে ঢাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে লালমনিহাটে নিয়ে আসা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

লালমনিরহাট \ লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আবু বক্কর সিদ্দিক এবং তার সহযোগী ছাত্রলীগের নেতা কামরুল ইসলামকে ডিবি পুলিশ ঢাকায় গ্রেফতার করেছে। বৃহস্পতিবার বিকালে জেলা পুলিশ তাদের আদালতে সোপর্দ করেছে।
উল্লেখ যে পাঁচএই আগস্টের পরে সে লালমনিরহাট জেলা পরিষদে কিছু দিন অফিস করেণ তখন তার বিরুদ্ধে কোনও মামলা বা অভিযোগ ছিলোনা পরে কোথা থেকে যে এতো অভিযোগ আসলো তা সাংবাদিক ও জনসাধারণের অজানা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট