প্রানের পটুয়াখালীর আয়োজনে “তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষে “ডে-নাইট শ্যাডো ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ শে ফেব্রুয়ারি ২০২৫) বিকেলে ঝাউ তলা সংলগ্ন চিলড্রেন পার্কে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ সূচনা করেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মাকসুদ আহমেদ বাইজিদ পান্না মিয়া। এ সময় আয়োজক সংগঠন “প্রাণের পটুয়াখালী”-এর এডমিন ও ক্রিয়েটর মেহেদী হাসান পিয়াল, গ্রুপের প্রধান উপদেষ্টা ও এডমিন সাইফুন আরা বাইজিদ-সহ সকল এডমিন, মডারেটর সহ সকল সেচ্ছাসেবক গণ উপস্থিত ছিলেন।
প্রকাশ থাকে যে “প্রাণের পটুয়াখালী” শুধুমাত্র পটুয়াখালী নিয়ে কাজ করা পটুয়াখালীর সবচেয়ে বড় ফেইসবুক গ্রুপ ও সেচ্ছাসেবী সংগঠন।
অনুষ্ঠানে বক্তারা তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতেও আরও বড় পরিসরে এমন টুর্নামেন্ট আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, “ডে-নাইট শ্যাডো ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫”-এ জেলার বিভিন্ন স্থান থেকে ১২ টি দল প্রতিযোগিতা করছে। টুর্নামেন্টটি দর্শকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে এবং এতে এলাকার ক্রীড়া প্রমীদের ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।