1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০২:২২ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলার বোরহানউদ্দিনে আধুনিক স্বাস্থ্যসম্মত গরু-ছাগলের হাট খুশি ক্রেতা-বিক্রেতা মনপুরায় জেলেদের জিম্মি করে চাঁদাবাজি: যুবদলের সাবেক নেতা গ্রেপ্তার সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন নুরুল হক নুর হেফাজত আমিরের আহ্বান: আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট দেবেন না নাফ নদে আরাকান আর্মির অপহরণ-চক্র: ২৩ দিনে ৬৯ জেলে, প্রশ্ন উঠছে ‘কঠোর বার্তা’র রাজশাহীতে উদ্বোধন হলো ৩০তম আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৫ পটুয়াখালীতে কিশোর গ্যাং চক্রের ৪ সদস্য গ্রেফতার, অবৈধ অর্থ আদায়ের অভিযোগ রাঙ্গাবালীর সোনারচরে ফিশিং ট্রলার ডুবি, ১৪ মাঝিমাল্লা জীবিত উদ্ধার ছুটির চতুর্থ দিনেও কুয়াকাটায় পর্যটক-উচ্ছাস, শতভাগ হোটেল বুকিং তরমুজবাহী ট্রলার ডাকাতি মামলার ‘প্রধান সরদার’ কামাল গ্রেফতার

রাজধানীর ইউআইএসটিতে চাকুরিমেলা ও নবীন বরণ

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

ইউসেপ ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউআইএসটি), ঢাকা, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের বরণ করতে ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৫ ও জব ফেয়ার আয়োজন করেছে। ইউসেপ বাংলাদেশ-এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই আয়োজনে শিক্ষার্থীদের জন্য কারিগরি শিক্ষার গুরুত্ব, ক্যারিয়ার গঠনের সুযোগ ও চাকরির সম্ভাবনা নিয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, পিএলসি-এর চেয়ারম্যান আহমেদ ইসমেত, ইউসেপ বোর্ড অব গভর্নরস-এর ভাইস চেয়ারপারসন উজমা চৌধুরী, সিপিএ, এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. জসিম উদ্দিন। ইউসেপ বোর্ড অব গভর্নরস-এর চেয়ারপারসন ড. ওবায়দুর রব অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, আর ইউসেপ বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক ড. মো. আবদুল করিমও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. মহিউদ্দিন ইউসেপ-এর কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, “কারিগরি শিক্ষার প্রসার একটি দক্ষ কর্মশক্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করে।”

জব ফেয়ারে শিক্ষার্থীরা বিভিন্ন কোম্পানির প্রতিনিধি ও বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পায়। এতে তারা বর্তমান চাকরির বাজার, প্রয়োজনীয় দক্ষতা এবং ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা লাভ করে।

অনুষ্ঠানের শেষ পর্বে ইউসেপ শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা নতুন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে এবং তাদের স্বপ্ন ও সম্ভাবনার উদযাপন হিসেবে চিহ্নিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট