1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
মুসলিম ব্লকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল চীনের ছোট ব্যাঙ্কগুলোর একীভূতকরণ খাতকে সংকুচিত করছে কিন্তু আর্থিক ঝুঁকি বাড়িয়ে তুলছে কুলাউড়া,বড়লেখা,জুড়ী উপজেলা নির্বাচন অফিসের ডাটাএন্ট্রি অপারেটরদের কর্মবিরতি কক্সবাজার কৃষক হত্যা মামলার পলাতক প্রধান আসামি পটুয়াখালীতে গ্রেফতার আগুনের লেলিহান শিখায় ছোট্ট ১ বছরের রায়হান দগ্ধ হয়ে মৃত্যু দীর্ঘ ৩০ বছর পর মসজিদের দখলকৃত জমি উদ্ধার ও সীমানা নির্ধারণ ১৩ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার এডভোকেট জিয়াকে আহ্বায়ক ও শরিফকে সদস্য সচিব করে ভোলা জেলা এনসিপি’র ৭৪ সদস্য আহ্বায়ক কমিটি মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত কুলাউড়ায় ওয়াকফকৃত পুকুরে মাটি ভরাটের চেষ্টা; ইউএনও হস্তক্ষেপে বন্ধ

নীলফামারীতে উদ্দীপ্ত তরুন স্বেচ্ছাসেবী সংগঠনের হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

জসিনুর রহমান জলঢাকা (নীলফামারী)প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

 

উত্তরের জেলা নীলফামারীতে বেড়েছে শীতের প্রকোপ। এতে করে বেশি বেকায়দায় পড়েছেন অসহায় দরিদ্ররা। একারণে ‘আসুন শীতার্ত দরিদ্র মানুষের পাশে দাঁড়ায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এতিম, অসহায়, দুঃস্থ শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন উদ্দীপ্ত তরুন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে নীলফামারী সদরের হরতকীতলা বাজার এলাকায় প্রায় দেড় শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।

উদ্দীপ্ত তরুন স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন- জামাতের পলাশবাড়ী ইউনিয়ন আমির নুর মোহাম্মদ, শিক্ষক-সুবাশ চন্দ্র রায়, আব্দুর রহিম, অফিজউদ্দিন, মতিন চন্দ্র রায়, নজরুল ইসলাম, ময়নুল হোসেনসহ প্রমুখ।

এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক ইব্রাহিম সুজন বলেন, সমাজের প্রতিটি মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা। আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে। জনসেবায় আত্মনিবেদন করা পরম এবাদত।

তিনি বলেন, প্রচণ্ড শীতে নীলফামারীর নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ ও হতদরিদ্ররা কষ্ট পাচ্ছে। শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। অসহায় মানুষদের শীত নিবারণের জন্য আমাদের এ ক্ষুদ্র প্রয়াস।

অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন সংগঠনটির সহ- সাধারণ সম্পাদক নবীজুল ইসলাম নবীন।

এদিকে কম্বল পেয়ে খুশি অসহায় দরিদ্র খেটে খাওয়া মানুষজন। দক্ষিণ চওড়া গ্রামের সুবাশ চন্দ্র রায় বলেন, শীতের মধ্যে কম্বল পেয়ে ভালো লাগছে। শীতের কষ্ট অনেকটা কমে যাবে।

বয়োবৃদ্ধ আব্দুল মালেক বলেন, গরিব মানুষ আমরা। কম্বলটা পেয়েছি আমাদের জন্য খুব ভালো হয়েছে। আরামে ঘুমাতে পারব।

বিধু রানী বলেন, সংগঠনটি আমাদের মতো গরিব মানুষের জন্য কম্বল দিলো। এই কম্বলে আমরা ৩-৪ জন একসঙ্গে থাকতে পারব। আমরা অনেক খুশি। আল্লাহ তাদের ভালো করুক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট