গত রাত ২.৩০ মিনিটে স্থানীয় বাজারে সংঘটিত এক ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নি নির্বাপণের প্রচেষ্টায় আরও তিনটি দোকান ভেঙ্গে ফেলতে হয়েছে। ফলে মোট ১০টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ইউনুস খানের বর্ণনা অনুযায়ী, রাত আনুমানিক ২.৩০ মিনিটে লোকজনের চিৎকার ও হৈচৈ শুনে তিনি বাজারে ছুটে যান। সেখানে পৌঁছে তিনি দেখতে পান দোকানগুলোতে দাউ দাউ করে আগুন জ্বলছে।
স্থানীয়রা তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসকে খবর দিলেও দুর্ভাগ্যজনকভাবে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দোকানগুলো পুড়ে যায়। এই ঘটনায় স্থানীয়রা গভীর দুঃখ প্রকাশ করেছেন।
অগ্নিকান্ডের কারণ এখনও জানা যায়নি। কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে।