1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
প্রাণিসম্পদ উন্নয়নে আন্তঃদেশীয় সহযোগিতার নতুন অধ্যায় পাকিস্তানে জিজেইউএস প্রতিনিধি দলের সফর ভোলায় বোরো ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা ভোলায় যৌথ বাহিনীর অভিযানে ৬টি হাতবোমা ও ৫টি দেশীয় অস্ত্রসহ আটক -১ চরফ্যাশনের বিচ্ছিন্ন দ্বীপে অর্থনীতি ও পর্যটনে নতুন দিগন্ত এমপিও নামক সোনার হরিন কি আদৌ মিলবে? ভোলায় বাস ও সিএনজি শ্রমিকদের দ্বন্দ্বে আবারও অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ নীলফামারীর কিশোরগঞ্জে অস্ত্রসহ কথিত এক ভূয়া সমন্বয়ক গ্রেফতার ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত। ভোলায় মা ও শিশু স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন জলঢাকায় প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে বিক্ষোভ ওস্মারক লিপি প্রদান ও অবস্থান কর্মসূচি

আশুলিয়ায় ডিস ব্যাবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই এর অভিযোগ

মো,সোহাগ হাওলাদার
  • প্রকাশিত: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১২৪ বার পড়া হয়েছে

 

 

সাভারের আশুলিয়ায় ডিস ব্যাবসা দখল নিতে নাজমুল মোল্লা (৩৫) নামের এক ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

শুক্রবার (৮ নভেম্বর) রাতে আশুলিয়ার নরসিংহপুর বুড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী নাজমুল মোল্লা (৩৫) আশুলিয়ার নরসিংহপুর বুড়িপাড়া এলাকার আবুল হোসেন মোল্লার ছেলে।তাহার এলাকায় ডিস ও ইন্টারনেটের ব্যবসা রয়েছে।

অভিযুক্তরা হলো- আশুলিয়ার নরসিংহপুর বুড়িপাড়া এলাকার মজিবর মোল্লার ছেলে কাদের মোল্লা (৪৫), একই এলাকার মাসুম আলীর ছেলে কামরুল মোল্লা (২২)সহ মোঃ সোহাগ মোল্লা (২৮), মোঃ সাদ্দাম হোসেন (২৪), আব্বাস আলী (৩৪) ও মিঠুন মোল্লা (২৬)।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ভুক্তভোগী ব্যবসায়ী বাসা ভাড়া, ইন্টারনেট ও ডিস বিল নিয়ে বাসায় ফেরার পথে নরসিংহপুর বুড়িপাড়ার মোল্লা পাড়া এলাকায় একটি গলির ভিতর থেকে পূর্ব শত্রুতার জের ধরে অভিযুক্তরা ভুক্তভোগীকে অকথ্য ভাষায় গালি গালাজ সহ ইট দিয়া এলোপাথারি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।

ভুক্তভোগী নাজমুল জানান, দীর্ঘ ২২ বছর ধরে তিনি এই এলাকায় ডিস ব্যবসা পরিচালনা করে আসছেন। শুক্রবার রাতে ওই এলাকা থেকে ডিস বিল তুলে তিনি বাড়ি ফিরছিলেন। পথে বুড়িপাড়া মোড়ে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা কাদের মোল্লার নেতৃত্বে আরো পাঁচজন নাজমুলকে গতিরোধ করে এবং ডিস বিল কেন তুলতে গেছে জানতে চায়। পরে এর প্রতিবাদ করে তাকে এলোপাতারি ভাবে মারধর করতে থাকে। এ সময় আশপাশের লোকজন এলে তারা চলে যায়। এ সময় তার কাছে থাকা ডিস বিলের ৩৮ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন (আইফোন) নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করান।

তিনি আরো জানান, প্রতি মাসে তাদেরকে ৫০ হাজার করে চাদা দিতে হবে,চাদা না দেওয়ায় ‘গত ৭ অক্টোবর রাতেও নাজমুলের ডিস লাইনের তার কেটে ফেলে দুর্বৃত্তরা। পরে ওই ঘটনায় তিনি থানায় একটি অভিযোগ করেন।

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব না হওয়ায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন জানান, এ ঘটনায় ভুক্তভোগী ডিস ব্যবসায়ী থানায় একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট