1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
কুয়াকাটা বাস টার্মিনালে গাঁজা সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড  চায়না ভ্যাঙ্কে ডিফল্ট এড়াতে বন্ড পেমেন্টের জন্য নতুন প্রচেষ্টা, বন্ডহোল্ডারদের সমর্থন চাইছে ইইউ অটোমেকারদের চাপে নতি স্বীকার করে ২০৩৫ জ্বালানি গাড়ি নিষিদ্ধকরণ পুনর্বিবেচনা করছে হংকংয়ের গণতন্ত্রপন্থী মিডিয়া টাইকুন জিমি লাই বিদেশি শক্তির সাথে ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত চীনের নভেম্বর শিল্প উৎপাদন বার্ষিক ৪.৮% বৃদ্ধি, খুচরা বিক্রি মাত্র ১.৩% বেড়েছে যুক্তরাজ্যে ক্রিপ্টো অ্যাসেট নিয়ন্ত্রণ অক্টোবর ২০২৭ থেকে শুরু হবে: অর্থ মন্ত্রণালয় শ্রীমঙ্গলে ৩ লাখ মানুষের চিকিৎসাসেবা ১জন ডাক্তারের কাঁদে কুড়িগ্রামের রাজারহাটে সিগারেট কোম্পানির অফিসে ডাকাতি, নৈশপ্রহরী হত্যা: এলাকায় আতঙ্ক, পুলিশ তদন্ত শুরু ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ৯৫ দিন পর ভারতীয় কারাগার থেকে মুক্তি পেলেন ভোলার ১৯ জেলে

গাজীপুরে ঐক্য প্রতিষ্ঠায় হেফাজতের জরুরি বৈঠক অনুষ্ঠিত 

মীযান মুহাম্মদ হাসান  গাজীপুর সদর প্রতিনিধি 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ২৩৩ বার পড়া হয়েছে

 

আজ ০৯/১০/২০২৪ ইং রোজ বুধবার। সকাল ১০ টা হতে দেশের বর্তমান অবস্থা ও গাজীপুরের আলেম ওলামাদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জামিয়াতুল উলুমিল ইসলামিয়া নান্দুয়াইন (ইপসা) মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলার শীর্ষ মুরুব্বি ওলামায়ে কেরামের সমন্বয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী (পীর সাহেব দেওনা)।

আরও উপস্থিত ছিলেন মাওলানা আশেকে মুস্তফা, মুফতি লেহাজ উদ্দীন ভুইয়া, মুফতি মাসউদুল করিম, মুফতি নুরুল ইসলাম, মুফতি আব্দুল মান্নান, মাওলানা ফজলুর রহমান,  মাওলানা গোলাম মাওলা, মাওলানা আব্দুস সবুর, মাওলানা মারুফ হাসান,মাওলানা সৈয়দ শফিকুর রহমান ,মাওলানা ইউনুস শাহেদী, মাওলানা কাজী মঈনুদ্দিন, মাওলানা এমদাদুল হক, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা কেরামত আলী, মাওলানা ফরিদ উদ্দিন রহমানী, মাওলানা রুহুল আমিন গাজী, মাওলানা মোবারক হাসান,মাওলানা মজিবুর রহমান, মাওলানা আব্দুল আজিজ, মুফতি কামরুল ইসলাম, মাওলানা ইসহাক সাহেব, মাওলানা মিসবাহ উদ্দিন প্রমুখ।

সভায় উপস্থিত সকলেই বলেন, হেফাজতে ইসলাম এদেশের ইসলাম প্রিয় তৌহিদী জনতার ঐক্যের প্লাটফর্ম। এটাকে কেউ যেন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে। সে দিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

বৈঠকে দেশের বিভিন্ন জেলায় কমিটি গঠন নিয়ে  ওলামায়ে কেরামদের মধ্যে যে বিভক্তি শুরু হয়েছে। এ ব্যপারে উদ্বেগ প্রকাশ করা হয়।

সভায় গাজীপুরে হেফাজতের কমিটি নিয়ে যাতে আলেম ওলামাদের মধ্যে কোনো অনৈক্য তৈরি না হয় সে ব্যপারেও সবাইকে সজাগ থাকতে বলা হয়েছে।

হেফাজতে ইসলাম গাজীপুর জেলা কমিটি গঠনের ব্যাপারে হযরত দেওনার পীর সাহেবকে প্রধান করে, ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, মুফতি লেহাজ উদ্দীন ভুইয়া, মুফতি মাসউদুল করিম,মুফতি নুরুল ইসলাম, মাওলানা  ফজলুর রহমান।

উক্ত কমিটি কেন্দ্রের সাথে আলোচনা করে শীঘ্রই গাজীপুর জেলা হেফাজতে ইসলামের কমিটি গঠনের তারিখ নির্ধারন করবে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট