“আমাদের ভিশন সমৃদ্ধ ও উন্নত জীবন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার ঐতিহ্যবাহি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ বঙ্গ পলিটেকনিক ইন্সটিটিউটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ওরিয়েনটেশন ক্লাশ শুরু হয়েছে। এ উলক্ষে দক্ষিণ বঙ্গ পলিটেকনিক ইন্সটিটিউটের হল রুমে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীনদেরকে বরণ করা হয়। দক্ষিণ বঙ্গ পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ নিলুফার ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নীল রতন দত্ত। বিষেশ অতিথির বক্তব্য রাখেন, ভোলা সদর উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভোলা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইন্সট্রাক্টর মিজানুর রহমান ও দক্ষিণ বঙ্গ পলিটেকনিক ইন্সটিটিউটের সিভিল ডিপার্টমেন্টের ইন্সট্রাক্টর বিল্লাল নাফিজ।