1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ০৭ মে ২০২৫, ১১:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলা বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক রিয়াদ হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকে অভিযোগ চলছে তদন্ত। বহাল তবিয়তে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে এ দূর্নীতিবাজ কর্মকর্তা। প্রাণিসম্পদ খাতে দক্ষতা বৃদ্ধিতে ভোলায় দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন ভোলায় খামারিদের বাজার সংযোগ বাড়াতে কর্মশালা অনুষ্ঠিত নীলফামারীতে জলঢাকা উপজেলা ছাত্রদল ও জলঢাকা পৌর ছাত্রদল এবং কলেজ শাখার স্মারকলিপি প্রদান। নীলফামারীতে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত প্রাণিসম্পদ উন্নয়নে আন্তঃদেশীয় সহযোগিতার নতুন অধ্যায় পাকিস্তানে জিজেইউএস প্রতিনিধি দলের সফর ভোলায় বোরো ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা ভোলায় যৌথ বাহিনীর অভিযানে ৬টি হাতবোমা ও ৫টি দেশীয় অস্ত্রসহ আটক -১ চরফ্যাশনের বিচ্ছিন্ন দ্বীপে অর্থনীতি ও পর্যটনে নতুন দিগন্ত এমপিও নামক সোনার হরিন কি আদৌ মিলবে?

জাতীয়করণের দাবিতে পটুয়াখালীতে শিক্ষকদের মানববন্ধন

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জাতীয়করণসহ শিক্ষাখাতের বৈষম্য দূরীকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় পটুয়াখালী সদর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবার পটুয়াখালী সদর শাখার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

 

মানববন্ধনে বক্তারা চারটি মূল দাবি তুলে ধরেন। তারা বলেন, দেশের মাধ্যমিক শিক্ষার ৯৭% প্রতিষ্ঠান বেসরকারি হওয়া সত্ত্বেও, এসব প্রতিষ্ঠান এখনো সরকারের আওতাভুক্ত নয়। এর ফলে শিক্ষকরা আর্থিক ও সামাজিক মর্যাদার ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন, যা শিক্ষার মানোন্নয়নের পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তাই তারা মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

 

এছাড়াও, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষা প্রশাসনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখার দাবি জানানো হয়। তাদের মতে, শিক্ষকরা সাধারণত শ্রেণিকক্ষের পাঠদানে দক্ষ হলেও, প্রশাসনিক কাজের জন্য বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন। প্রশাসনিক পদে যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের নিয়োগ দেওয়ারও দাবি ওঠে এ মানববন্ধনে।

 

মানববন্ধনে আরও দাবি করা হয় যে, SESIP প্রকল্পের অধীনে থাকা ১১৮৭টি পদ দ্রুত রাজস্ব খাতে স্থানান্তর করা উচিত। অংশগ্রহণকারীরা উল্লেখ করেন, শিক্ষার বিভিন্ন স্তরে বৈষম্য প্রকট আকার ধারণ করেছে, যা সমাধানের জন্য একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন অত্যন্ত জরুরি।

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবার পটুয়াখালী সদর শাখার আহ্বায়ক এবং পূর্ববিঘাই জনতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল মতিন, হেতালিয়া মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক শবনম মোস্তারি এবং অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ। মানববন্ধনের সঞ্চালনা করেন দক্ষিন কেওয়াবুনিয়া দাখিল মাদরাসার সুপার হাফিজ মো. আলমগীর হোসাইন।

 

মানববন্ধন শেষে, শিক্ষক নেতৃবৃন্দ তাদের দাবিসমূহ অন্তর্ভুক্ত করে শিক্ষা উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট