1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১১:০০ অপরাহ্ন
সর্বশেষ :
প্রাণিসম্পদ উন্নয়নে আন্তঃদেশীয় সহযোগিতার নতুন অধ্যায় পাকিস্তানে জিজেইউএস প্রতিনিধি দলের সফর ভোলায় বোরো ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা ভোলায় যৌথ বাহিনীর অভিযানে ৬টি হাতবোমা ও ৫টি দেশীয় অস্ত্রসহ আটক -১ চরফ্যাশনের বিচ্ছিন্ন দ্বীপে অর্থনীতি ও পর্যটনে নতুন দিগন্ত এমপিও নামক সোনার হরিন কি আদৌ মিলবে? ভোলায় বাস ও সিএনজি শ্রমিকদের দ্বন্দ্বে আবারও অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ নীলফামারীর কিশোরগঞ্জে অস্ত্রসহ কথিত এক ভূয়া সমন্বয়ক গ্রেফতার ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত। ভোলায় মা ও শিশু স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন জলঢাকায় প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে বিক্ষোভ ওস্মারক লিপি প্রদান ও অবস্থান কর্মসূচি

ওয়ারীতে ফ্ল্যাট নিয়ে দ্বন্দ্বে দুই ভাইকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৫ বার পড়া হয়েছে

রাজধানীর ওয়ারী থানার হাটখোলা এলাকায় ফ্ল্যাট নিয়ে দ্বন্দ্বের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঢাকা জেলার সাভার থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. আকবর হোসেন (৬০), তার ছেলে মো. আসিফ সুলতান সিফাত (২৭) ও তার বন্ধু মো. আজাহারুল ইসলাম খান রিয়ান (২৮)।

গত ১৫ আগস্ট সকালে ওয়ারী থানাধীন ১০ নং হাটখোলা রোডে আল আমিন ভূঁইয়া (৪২) ও তার ছোট ভাই নুরুল আমিন ভূঁইয়াকে (৩৫) নির্মমভাবে হত্যা করা হয়। নিহতদের বড় ভাই মো. রুহুল আমিন ভূইয়া (৪০) থানায় মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতে ওয়ারী থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

শনিবার (২১ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ছালেহ উদ্দিন জানান, ২০১৪ সালে ক্লাসিক রিয়েল স্টেট কোম্পানির সঙ্গে একটি ফ্ল্যাট কেনার চুক্তি করেন আল আমিন ভূঁইয়া। তবে ১০ বছরেও ওই স্থানে কোনো ভবন নির্মিত না হওয়ায় জমির মালিক আকবর গং নিজেরা দ্বিতল ভবন নির্মাণ করেন।

চুক্তির অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করতে গত ১৪ আগস্ট আল আমিন তার ছোট ভাই নুরুল আমিনকে নিয়ে ফ্ল্যাটটি দেখতে গেলে আকবর ও তার সহযোগীরা তাদের ওপর আক্রমণ চালায়। স্টিলের ব্যাটন, চাকু ও চাইনিজ কুড়ালের মতো অস্ত্র দিয়ে তাদের আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা দুইজনকেই মৃত ঘোষণা করেন।

ওয়ারী থানা পুলিশের তদন্তে প্রাপ্ত ভিডিও ফুটেজ এবং প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর সাভারে অভিযান চালিয়ে আকবর, তার ছেলে আসিফ ও বন্ধু রিয়ানকে গ্রেপ্তার করা হয়। আসামিদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাইনিজ কুড়াল, বৈদ্যুতিক শক স্ট্যান্ড, চাকু ও স্টিলের ব্যাটন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট