1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ১২:০০ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলার বোরহানউদ্দিনে আধুনিক স্বাস্থ্যসম্মত গরু-ছাগলের হাট খুশি ক্রেতা-বিক্রেতা মনপুরায় জেলেদের জিম্মি করে চাঁদাবাজি: যুবদলের সাবেক নেতা গ্রেপ্তার সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন নুরুল হক নুর হেফাজত আমিরের আহ্বান: আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট দেবেন না নাফ নদে আরাকান আর্মির অপহরণ-চক্র: ২৩ দিনে ৬৯ জেলে, প্রশ্ন উঠছে ‘কঠোর বার্তা’র রাজশাহীতে উদ্বোধন হলো ৩০তম আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৫ পটুয়াখালীতে কিশোর গ্যাং চক্রের ৪ সদস্য গ্রেফতার, অবৈধ অর্থ আদায়ের অভিযোগ রাঙ্গাবালীর সোনারচরে ফিশিং ট্রলার ডুবি, ১৪ মাঝিমাল্লা জীবিত উদ্ধার ছুটির চতুর্থ দিনেও কুয়াকাটায় পর্যটক-উচ্ছাস, শতভাগ হোটেল বুকিং তরমুজবাহী ট্রলার ডাকাতি মামলার ‘প্রধান সরদার’ কামাল গ্রেফতার

উপাচার্য ও ট্রেজারার এর স্বেচ্ছায় পদত্যাগ

গোপাল হালদার, পটুয়াখালী
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১৪৫ বার পড়া হয়েছে

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত ও ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) অপরাহ্নে (সন্ধ্যার দিকে) শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সচিব বরাবরে তিনি এ পদত্যাগপত্র দাখিল করেন। বিষয়টি ওইদিন রাতে তাদের পদত্যাগের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত তাঁর পদত্যাগ পত্রে ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়েছেন। ড. স্বদেশ চন্দ্র সামন্ত ২০২১ সালের ১৭ মে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন। অর্থাৎ তিন ৩ বছর ৩ মাস ১৫ দিন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোহাম্মদ আলী তাঁর পদত্যাগ পত্রে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। মোহাম্মদ আলী ২০২৩ সালের ৩০ এপ্রিল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার নিযুক্ত হন।

এর আগে ৫ আগস্ট দুপুরের দিকে ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাবার পর পরই ওইদিন সন্ধ্যায় পদত্যাগ করেছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. সন্তোষ কুমার বসু।

এ ব্যাপারে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বে) প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান জানান, উপাচার্য ও ট্রেজারার মহোদয় ব্যক্তিগত কারণ দেখিয়ে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পদত্যাগ করেছেন।

তবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম চলমান থাকবে। এ পদ দুটি সাংবিধানিক পদ হওয়ায় পরবর্তী উপাচার্য ও ট্রেজারার নিযুক্ত না হওয়া পর্যন্ত শূণ্য থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট