1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
মুসলিম ব্লকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল চীনের ছোট ব্যাঙ্কগুলোর একীভূতকরণ খাতকে সংকুচিত করছে কিন্তু আর্থিক ঝুঁকি বাড়িয়ে তুলছে কুলাউড়া,বড়লেখা,জুড়ী উপজেলা নির্বাচন অফিসের ডাটাএন্ট্রি অপারেটরদের কর্মবিরতি কক্সবাজার কৃষক হত্যা মামলার পলাতক প্রধান আসামি পটুয়াখালীতে গ্রেফতার আগুনের লেলিহান শিখায় ছোট্ট ১ বছরের রায়হান দগ্ধ হয়ে মৃত্যু দীর্ঘ ৩০ বছর পর মসজিদের দখলকৃত জমি উদ্ধার ও সীমানা নির্ধারণ ১৩ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার এডভোকেট জিয়াকে আহ্বায়ক ও শরিফকে সদস্য সচিব করে ভোলা জেলা এনসিপি’র ৭৪ সদস্য আহ্বায়ক কমিটি মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত কুলাউড়ায় ওয়াকফকৃত পুকুরে মাটি ভরাটের চেষ্টা; ইউএনও হস্তক্ষেপে বন্ধ

নাটোরে সিনেমা হলে ভাঙচুর

নাটোর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে

নাটোরের গুরুদাসপুর উপজেলায় আনন্দ সিনেপ্লেক্সে ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত গুরুদাসপুরের চাঁচকৈড়ের গিয়াসের মোড় এলাকায় অবস্থিত হলটিতে হামলা ও লুটপাট চালানো হয়।

এসময় দুইটি সার্ভার, একটি কম্পিউটার, চারটি মনিটর, আটটি সাউন্ডবক্স, দশটি দেওয়াল ফ্যান, দুইটি অগ্নিনির্বাপক সিলিন্ডার, দুইটি ডেকচি এবং সাউন্ড সিস্টেমের যন্ত্রাংশসহ খুঁটিনাটি সবই লুট হয়ে গেছে।

এতে প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

সিনেমা হলটির স্বত্বাধিকারী মো. আনিসুর রহমান বলেন, সন্ধ্যার পরে সিনেমা হলের গেটের তালা ভেঙে ঢুকে পড়ে দুর্বৃত্তরা। এরপর দুই ঘণ্টা ধরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। সবকিছু ভেঙে চুরমার, তছনছ করে ফেলেছে। দামি জিনিসগুলো সবই নিয়ে গেছে কিছুই আর বাকি নেই।

কারা এ ভাঙচুর ও লুটপাট করেছে, কোনো অভিযোগ করেছেন কিনা জানতে চাইলে আনিসুর বলেন, “আমি তখন একটি কাজে বাইরে ছিলাম। কারা হামলা করেছে জানি না। আর হামলার বিষয়টি মৌখিকভাবে ইউএনওকে জানিয়েছি, সেনাবাহিনীকে ফোন দিয়েছি কিন্তু কেউ কোনো ব্যবস্থা নেয়নি।”

এ ব্যাপার জানতে গুরুদাসপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার এবং গুরুদাসপুর ও বড়াইগ্রামের আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আশরাফকে বেশ কয়েকবার ফোন দিলেও উনারা রিসিভ করেননি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট